Narendra Modi Stadium. (Photo by SAM PANTHAKY/AFP via Getty Images)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের তেরোতম ম্যাচে গুজরাট টাইটান্স (জিটি) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) একে অপরের মুখোমুখি হবে। ৬ই এপ্রিল, বৃহস্পতিবার কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আইপিএলে এখনও পর্যন্ত এই দুই দল মাত্র ১ বার একে অপরের মুখোমুখি হয়েছে এবং সেই ম্যাচটিতে জয়লাভ করেছিল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল।
পিচ কন্ডিশন
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ব্যাটসম্যানরা বোলারদের তুলনায় অনেক বেশি সাহায্য পান। বোলাররা খুব সহজে এই মাঠে উইকেট নিতে পারবেন না। এই পিচে টসজয়ী দল রান তাড়া করতে চাইবেন, কারণ এখানে শেষ তিনটি আইপিএল ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলই জিতেছে।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামের রেকর্ড ও পরিসংখ্যান
এই স্টেডিয়ামে এখনও অবধি ২০টি আইপিএল ম্যাচ খেলা হয়েছে যার মধ্যে প্ৰথম ইনিংসে ব্যাটিং করা দল জিতেছে ৮ বার এবং দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জিতেছে ১২ বার। ২০টি ম্যাচ মিলিয়ে এখানে মোট ৬২৪৪ রান উঠেছে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্ৰথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংসের গড় রান হল যথাক্রমে ১৬০ এবং ১৫১। এই স্টেডিয়ামে প্ৰথম ইনিংসের সর্বোচ্চ রান হল ২০১ যা ২০১৪ সালে রাজস্থান রয়্যালস (আরআর) দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) বিরুদ্ধে করেছিল। এই স্টেডিয়ামে সর্বনিম্ন রান হল ১০২। এই রেকর্ডটিও রয়েছে আরআরের নামে যেটি তারা সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে করেছিল।
এই মাঠের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান হলেন অজিঙ্কা রাহানে। তিনি এখানে ৭ ম্যাচে ৩০৮ রান করেছেন। এই মাঠে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেছেন জস বাটলার। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ২০২২ সালের মরসুমে ৬০ বলে অপরাজিত ১০৬ রান করেছিলেন। এই মাঠে আইপিএলে এটিই একমাত্র শতরান। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সবথেকে বেশি উইকেট নিয়েছেন প্রবীণ তাম্বে। তিনি এই মাঠে ৭ ম্যাচে ৮টি উইকেট নিয়েছেন। এই স্টেডিয়ামে একটি ম্যাচের হিসেবে সেরা বোলিং পরিসংখ্যান হল ১৪/৪। ২০১৪ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এই রেকর্ড করেছিলেন ভুবনেশ্বর কুমার। এই মাঠে ২০২২ সালের আইপিএল ফাইনালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। এটি এই মাঠে একটি ম্যাচের হিসেবে তৃতীয় সেরা বোলিং পরিসংখ্যান।
The post আইপিএল ২০২৩: গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স – আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের রেকর্ড, পরিসংখ্যান ও পিচ রিপোর্ট appeared first on CricTracker Bengali.