BJ Sports – Cricket Prediction, Live Score

আইপিএল ২০২৩-এ ঋষভ পন্থের বদলি হিসেবে অভিষেক পোরেলকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

 আইপিএল ২০২৩-এ ঋষভ পন্থের বদলি হিসেবে অভিষেক পোরেলকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

#image_title

Rishabh Pant. (Image Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইইপিএল) ১৬তম সংস্করণ ৩১শে মার্চ থেকে শুরু হতে চলেছে। অনেক দলই তাদের খেলোয়াড়দের চোটের কারণে সমস্যায় পড়েছেন। তাদের মধ্যেই একটি দল হল দিল্লি ক্যাপিটালস।

২০২২ সালের ডিসেম্বর মাসে একটি ভয়ানক দুর্ঘটনার মুখোমুখি হন ঋষভ পন্থ। সেই চোট তিনি এখনও সারিয়ে উঠতে পারেননি। সেই কারণে তাকে ছাড়াই আইপিএল ২০২৩-এ নামতে হবে দিল্লি ক্যাপিটালসকে। ২৫ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান ভারতীয় দলেও আবার কবে ফিরবেন সেই ব্যাপারেও নিশ্চয়তা নেই।

দিল্লি ক্যাপিটালস আসন্ন আইপিএলের জন্য ঋষভ পন্থের বদলি খেলোয়াড়য়ের নাম ঘোষণা করেছে। ২০ বছর বয়সী বাঁ-হাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান অভিষেক পোরেলকে ঋষভ পন্থের বদলি হিসেবে বেছে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

অভিষেক পোরেল এখনও অবধি ১৬টি প্ৰথম-শ্রেণীর ম্যাচ খেলেছেন। এছাড়াও তিনি ৩টি লিস্ট এ ম্যাচ এবং ৩টি টি-২০ ম্যাচ খেলেছেন। তিনি প্ৰথম-শ্রেণীতে ৬৯৪, লিস্ট এ-তে ৫৪ এবং টি-২০-তে ২২ রান সংগ্রহ করেছেন। ঋষভ পন্থের থেকে অভিজ্ঞতার দিক দিয়ে অবশ্যই পোরেল অনেকটাই পিছিয়ে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই পন্থের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে তিনি কতটা অবদান রাখতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। তবে এই তরুণ খেলোয়াড়য়ের জন্য নিজেকে প্রমাণ করার ক্ষেত্রে এটি একটি অনেক বড় মঞ্চ।

নিজেদের প্ৰথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টাসের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস

ঋষভ পন্থ দলে না থাকায় এই আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অস্ট্রেলীয় খেলোয়াড় ডেভিড ওয়ার্নার। তার যে ভালো অধিনায়কত্ব করার ক্ষমতা রয়েছে সেটি তিনি এর আগে প্রমান করেছেন। তার নেতৃত্বেই সানরাইজার্স হায়দ্রাবাদ প্ৰথম আইপিএল শিরোপা জিতেছিল।

আইপিএল ২০২২-এ দিল্লি ক্যাপিটালস ১৪ ম্যাচে ১৪ পয়েন্টের সাথে পঞ্চম স্থানে শেষ করেছিল। তারা অবশ্যই চাইবে যে এবারের মরুসুমে তাদের খেলার উন্নতি ঘটিয়ে প্লেঅফসে যেতে এবং অবশ্যই ট্রফি জিততে। প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালস এখনও অবধি একটিও আইপিএল ট্রফি জেতেনি।

আইপিএল ২০২৩-এ ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস গতবছর প্লেঅফস খেলা কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টাসের বিরুদ্ধে নিজেদের প্ৰথম ম্যাচ খেলতে নামবে। এই ম্যাচটি ১লা এপ্রিল, শনিবার একানা স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দিল্লি ক্যাপিটালস ঋষভ পন্থের অনুপস্থিতিতে জয় দিয়ে শুরু করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

The post আইপিএল ২০২৩-এ ঋষভ পন্থের বদলি হিসেবে অভিষেক পোরেলকে দলে নিল দিল্লি ক্যাপিটালস appeared first on CricTracker Bengali.

Exit mobile version