Shivam Mavi. (Image Source: BCCI)
এবারের আইপিএলে তারকা পেসাররা নেই। জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং মহসিন খানদের মতো পেসাররা নেই। তাদের অনুপস্থিতিতেই এবারের আইপিএলে আরও উজ্জ্বল হয়ে উঠতে চান শিবম মাভি। সেই বাবেই আইপিঅলের মঞ্চে নামার আগে নিজেকে প্রস্তুত করছেন েই তরুণ বোলার। গুজরাত টাইটান্সের হয়ে এবারের আইপিএলে নামতে চলেছেন এই তরুণ ক্রিকেটার। সেখানেই প্রতিপক্ষ শিবিরের তারকা ক্রিকেটারদের পরাস্ত করার জন্য এবার এক বিশেষ বোলিং ডেলিভারিই অস্ত্র শিবম মাভি। এই মুহূর্তে যা তিনি সকলের থেকে লুকিয়েই রাখতে চান।
গত মরসুমে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি সিবম মাভি। শেষ মরসুমে কলকাতা নাইট রাইডার্স শিবিরে ছিলেন এই তরুণ বোলার। ককাতা নাইট রাইডার্সের হয়ে গতবারের আইপিএলে ছয়টি ম্যাচ কেলে মাত্র পাঁচটি উইকেটই নিতে পেরেছিলেন এই তারকা ক্রিকেটার। শুধুমাত্র তাই নয় শেষ মরসুমে তাঁর ইকনমি ছিল মাত্র ১০.৩২। এবারের মিনি নিলামের মঞ্চেই শিবম মাাভিকে দলে তুলে নিয়েছিল গুজরাত জাায়ান্টস। গুজরাতের হয়ে সাফল্য পেতে মরিয়া হয়ে রয়েছেন শিবম মাভি।
গতবারের আইপিএলে কেকেআরের হয়ে মাত্র ৫টি উইকেটই পেয়েছিলেন শিবম মাভি
এবার ঘরোয়া লিগে বেশ ভাল পারফরম্যান্সই দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেভাবেই চলছে প্রস্তুতিও। এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন শিবম মাভি। এবারের আইপিএলে সাফল্য পাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছেন শিবম মাভি। প্রতিপক্ষ ক্রিকেটারদের বিপর্যস্ত করার জন্য এবার এক বিশেষ বোলিং ডেলিভারিই প্রস্তুত করেছেন তিনি। সেভাবেই চলছে তাঁর শেষ মুহূর্তের প্রস্তুতিও।
এই প্রসঙ্গেই শিবম মাভি জানিয়েছেন, “এবারের আইপিএলের জন্য আমি বিশেষ বোলিং ডেলিভারির প্রস্তুতি সেরেছি। যদিও এই প্রসঙ্গে আমি এখনই পুরোপুরি কিছু বলব না। তবে আমি আশাবাদী যে এই বিশেষ বোলিং ডেলিভারিতে আমি যথেষ্ট সাফল্য পাব। এই বিশেষ পরিকল্পনা সফল হলেই সেই প্রসঙ্গে মুখ খুলব আমি। যদিও কাজ এখনও চলছে, তবে ৯০ শতাংশ কাজ আমার হয়ে গিয়েছে”।
আইপিএঅলের মঞ্চে শুধুমাত্র চপ এরেডার কিংবা মিডল এর্ডারের ওপরই ভরসা রাখছে না। লোয়ার অর্ডার ক্রিকেটারদেরও ব্যাটিংয়ের ওপর জোর দিচ্ছে দিল্লি ক্যাপিটালস। বোলিংয়ের পাশাপাশি এই তরুণ ক্রিকেটার তাঁর ব্যাটিংয়ের ওপরও বেশ জোর দিচ্ছেন। সেইভাবেই নিজেকে প্রস্তুত করছেন তিনি। ইতিমধ্যেই প্রতিপক্ষ ব্যাটারদের বিধ্বস্ত করার পরিকল্পনাও করে ফেলেছেন তিনি। শিবম মাভির মতে গত কয়েক বছর ধরেই নানান ফ্র্যাঞ্চাইজিদের লোয়ার অর্ডার ব্যাটারদের দিকে নজর দেওয়ার ছবি দেখা গিয়েছে। সেই কথা মাথায় রেখেই চলছে তাঁর প্রস্তুতি।
The post আইপিএলে সাফল্যের জন্য বিশেষ বোলিং ডেলিভারির প্রস্তুতিতে শিবম মাভি appeared first on CricTracker Bengali.