Suryakumar Yadav. (Image Source: BCCI)
সম্প্রতি ফর্মে নেই সূর্যকুমার যাদব। বিশেষ করে সদ্য শেষ হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের সিরিজে একেবারেই নিজের পারফর্ম্যান্স প্রদর্শন করতে পারেননি সূর্যকুমার যাদব। আর সেই পারফরম্যান্সের জদেরেই শুরু হয়েছে নানান সমালোচনা। এমন পরিস্থিতিতেই এবার সূর্যকুমার যাদব পাশে পেলেন আরেক তারকা ক্রিকেটার দীনেশ কার্তিককে। তাংর মতে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রান না পেলেও, সূর্যকুমার যাদব আইপিঅএলেরক মঞ্চে নামলেই অন্যরকম হয়ে যান। তাঁর ফের বিধ্বংসী পারফর্ম্যান্সের প্রত্যাশাতেই রয়েছেন দীনেশ কার্তিক।
একদিনের ফর্ম্যাটে এই মুহূর্তে ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও, সূর্যকুমার যাদব টি টোয়েন্টিতে সবসময়ই নিজের সেরা পারফরম্যান্স দেখিয়ে এসেছেন। এই মুহূর্তে টি টোয়েন্টিতে আইসিসির ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সূর্য়কুমার যাদব। আর সেই কথা মাথায় রেখেই আইপিএলের মঞ্চে এই তাঁকে নেিয়ে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। দীনেশ কার্তিকের মতে সূর্যকুমার য়াদব যখনই মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরে মাঠে নামেন, সেই সময় তিনি সম্পূর্ণ অন্যরকম ক্রিকেটার হয়ে যান।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচেই শূন্য রানে ফিরেছেন সূর্যকুমার যাদব
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতীয় দলের হয়ে বিভিন্ন টি টোয়েন্টি দ্বিপাক্ষিক সিরিজে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন সূর্যকুমার যাদব। ।দিও সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট থেকে একদিনের সিরিজে সাফল্য পাননি এই তারকা ক্রিকেটার। টেস্টের একটি ম্যাচ খেলেছিলেন তিনি, কিন্তু ব্যর্থতাই ছিল তাঁর সঙ্গী। একদিনের সিরিজে তো চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। তিন ম্যাচেই শূন্য রানে সাজঘরে ফিরতে দেখা গিয়েছিল তাঁকে। তবে টি টোয়েন্টি ফর্ম্যাটে সূর্যকুমার যাদবকে নিয়ে আশাবাদী দীনেশ কার্তিক।
এই প্রসঙ্গে তিনি জনিয়ে্ছেন, “এই মুহূর্তে সকলেই তাঁর জন্য খানিকটা হলেও চিন্তিত। কারণটা একেবারেই হল তাঁর দক্ষতা। তবে টি টোয়েন্টি সম্পূর্ণ আলাদা একটা ফর্ম্যাট। আর সেই ফর্ম্যাটেই অন্যতম সেরা একজন ক্রিকেটার সূর্যকুমার যাদব। যে মুহূর্তে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে তোলেন, সেই মুহূর্তেই সূর্যকুমার যাদব একজন আলাদা ক্রিকেটার হয়ে ওঠেন। তিনি যখন সেই ড্রেসিংরুমে ফিরে যাবেন সেই মুহূর্তেই ফের তাঁর আত্মবিশ্বাস ফিরে পাবেন”।
গতবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স খুবি খারাপ পারফর্ম্যান্স দেখিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও সেখানে মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ রান করেছিলেমন সূর্যকুমার যাদব। এবার টি টোয়েন্টিতে দু্রন্ত ফর্মে রয়েছেন সূ্র্যকুমার। ইতিমধ্যেই তাঁকে আইপিএলেই ফোকাস করার বার্তা দিয়েছেন সুনীল গাভাসকরও। শেষর্যন্ত এবারের আইপিএলে ফের সূর্যকুমার যাদবকে পুরনো ছন্দে দেখা যায় কিনা সেটাই দেখার।
The post আইপিএলের আগে সূর্যকুমার যাদবের পাশেই দাঁড়াচ্ছেন দীনেশ কার্তিক appeared first on CricTracker Bengali.