Virat Kohli. (Photo by Cameron Spencer/Getty Images)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হয়ে গিয়েছে। এবার লক্ষ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজ জয়। শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে অবশ্য রোহিত শর্মা নেই। তাঁর জায়গাতে ভারতীয় দলকে প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মা বাদে প্রত্যেকেই রয়েছেন এই ম্যাচে। সেই মঞ্চেই বিরাট কোহলির সামনে নতুন মাইলস্টোন গড়ার হাতছানি রয়েছে। সচিন তেন্ডুলকর, রিকি পন্টিংদের এলিট তালিকায় আসার সুযোগ রয়েছে তাঁর সামনে।
সদ্য টেস্টের মঞ্চে সেঞ্চুরী পেয়েছেন বিরাট কোহলি। কেরিয়ারের ৭৫ তম সেঞ্চুরী পেয়েছেন তিনি। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। টি টোয়েন্টি এবং একদিনের ম্যাচেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। গতবছরের শেষেই বিরাট কোহলির ব্যাটে টি টোয়েন্টিতে সেঞ্চুরী এসেছিল। এশিয়া কাপের মঞ্চেই টি টোয়েন্টিতে দেশের জার্সিতে প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। নতুন বছরের শুরু থেকেই দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে জোড়া সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি
দীর্ঘদিন ধরেই টেস্টের মঞ্চে রান ছিল না বিরাট কোহলির ব্যাটে। সেই অপেক্ষারই অবসান হয়েছে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফিতে। অজিদের বিরুদ্ধে শেষ টেস্টেই সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচে ১৮৬ রানের সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সেই পারফরম্যান্স যে তিনি এই আসন্ন একদিনের ম্যাচেও ধরে রাখবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেখানেই এবার বিরাট কোহলির সামনে রয়েছে একাধিক মাইলস্টোন গড়ার হাতছানি। সচিন তেন্ডুলকর, রিকি পন্টিংয়ের রেকর্ড ছোঁয়ার হাতছানি রয়েছে তাঁর সামনে।
একদিনের ক্রিকেটে ১৩ হাজার রান করার হাতছানি রয়েছে বিরাট কোহলির সামনে। সেই তালিকাতেই শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। সেখানেই বিশ্ব ক্রিকেটের মঞ্চে পঞ্চম ব্যাটার হিসাবে ১৩ হজার রান করার হাতছানি রয়্ছে বিরাট কোহলির সামনে। সেই রেকর্ড ছোঁয়ার থেকে মাত্র ১৯১ রান দূরে রয়েছেন বিরাট কোহলি। প্রাক্তন ভারতীয় অধিনায়কের সামনে রয়েছেন কুমার সঙ্গাকারা, সচিন তেন্ডুলকর, সনত জয়সূর্য এবং রিকি পন্টিংয়ের মতো তারকা ক্রিকেটাররা। সেই রেকর্ডের সামনেই রয়েছেন এখন বিরাট কোহলি।
একইসঙ্গে বিরাট কোহলির সামনে আরও কয়েকটা নজির গড়ার হাতছানি রয়েছে। ঘরের মাঠে একদিনের ক্রিকেটে রিকি পন্টিংয়ের থেকে মাত্র এক ধাপই পিছিয়ে রয়েছেন তিনি। সেই রেকর্ডের দিকতেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। শ্রীলঙ্কার পর , অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও একদিনের সিরিজে বিরাট কোহলির এই পারফর্ম্যান্স দেখা যায় কিনা সেটাি এখন দেখার।
The post অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে নতুন মাইলস্টোন গড়ার হাতছানি বিরাট কোহলির সামনে appeared first on CricTracker Bengali.