শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি -টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এর দ্বিতীয় আসর আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) থেকে এর ঘোষণা দেওয়া হয়েছে। টুর্নামেন্টটির ফাইনাল ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে বিদেশি খেলোয়াড়দের নিবন্ধনের প্রক্রিয়া শুরু হবে।
টুর্নামেন্টটি মূলত ৩০ জুলাই থেকে ২২ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কাশ্মীর প্রিমিয়ার লিগের ঘোষণা, সিপিএল, দ্য হান্ড্রেড, এবং বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার একটি সম্ভাব্য আন্তর্জাতিক সিরিজ খেলার কথা থাকার কারণে আয়োজকরা টুর্নামেন্টের সময় পুনর্বিবেচনা করতে বাধ্য হয়।
এদিকে গত আসরের চ্যাম্পিয়ন জ্যাফনা স্ট্যালিয়নসেরও টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণের পূর্বে আইসিসি’র নিকট নো ইউর ক্লায়েন্ট (কেওয়াইসি) ফ্র্যাঞ্চাইজিগুলোকে প্রদান করতে হয়। কিন্তু আয়োজকরা দাবি করছে যে, স্ট্যালিয়নসের মালিকরা এখনও কেওয়াইসি এর কোন বিবরণ প্রদান করেনি।
তাছাড়া স্ট্যালিয়নস টুর্নামেন্ট অংশগ্রহনের অর্থ প্রদানের বিষয়ে আয়োজকদের সাথে পরিষ্কার করে কিছু বলেননি। অপরদিকে স্ট্যালিয়নসও বলছে, দ্বিতীয় আসর কখন শুরু হবে এই নিয়ে অনিশ্চয়তার কারণে এখনই অর্থ প্রদান করতে রাজি নয় তাঁরা।
এলপিএল ফ্র্যাঞ্চাইজি মাঠে গড়ানোর আগেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। গত আসরে অংশ নেওয়া পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে দুইটি ফ্র্যাঞ্চাইজিকে আয়োজকরা আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় আসর থেকে বাদ দিয়ে দিয়েছে। ফ্র্যাঞ্চাইজি দুটি হল ডাম্বুলা ভাইকিংস এবং কলম্বো কিংস। তবে দুটি দল বাদ দেওয়া হলেও এলপিএলের দ্বিতীয় আসরে পাঁচ দল থাকবে বলে শোনা যাচ্ছে।
এলপিএলের দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে। এটি সম্পর্কে আরও আপডেটের জন্য, Baji –র সাথেই থাকুন!