গেল টি–টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের হারের পর ফাইনালে ওঠা নিয়ে শঙ্কায় ছিল বাবর আজমরা। কিন্তু শেষ পর্যন্ত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। যদিও এই আসরের বিশ্বকাপ জিততে পারেনি বাবর আজমের দল। তবে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ জিতবে পাকিস্তান, এমনটাই ভবিষ্যৎবানী করলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।
বিশ্বকাপে পাকিস্তান শিরোপা জিততে না পারলেও ভালো খেলেছে বলে মন্তব্য করেন শোয়েব। তিনি বলেন, ” পাকিস্তান দারুণ খেলেছে। দলটা ফাইনালে জায়গা করে নিয়েছে। আমাদের বোলিং পুরো বিশ্বকাপেই ভালো করেছে। তবে পাকিস্তান ভালো খেলেই ফাইনালে জায়গা করে নিয়েছিল। বাবররা ফাইনালে খেলার যোগ্য দল। “
পাকিস্তানের অন্যতম বোলিং অস্ত্র শাহিন শাহ আফ্রিদি। কিন্তু চোটের কারণে ফাইনালের ওই ম্যাচটিতে নিজের ওভার শেষ না করেই মাঠ ছাড়তে হয় তাকে। এই প্রসঙ্গে শোয়েব বলেন, ” শাহিনের চোটে পড়াটা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। তবু যা হয়েছে, সেটাকে আমি ভালোই বলব। আমাদের মাথা নিচু করা উচিৎ হবে না। “
২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ পাকিস্তান জিতবে বলে বিশ্বাস করেন শোয়েব। তিনি বলেন, ” আমি পাকিস্তান দলের পাশে আছি। কোনো চিন্তা নেই। দল হেরেছে, কষ্ট পেয়েছি, হতাশ হয়েছি। কিন্তু জাতীয় দলের সঙ্গে আছি। আমরা ভারতের মাটিতে বিশ্বকাপ জিতব। “
উল্লেখ্য, ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে মোট ১০ টি দল। আর এই প্রথম ভারত এককভাবে বিশ্বকাপ আয়োজন করবে।দেখা যাক শেষ পর্যন্ত শোয়েব আখতারের ভবিষ্যৎবানী সফল হয় কিনা।