Skip to main content

২০২৩ সালেই  শচীনের রেকর্ড ভেঙে  দিবেন বিরাট  কোহলি?

২০২৩ সালেই  শচীনের রেকর্ড ভেঙে  দিবেন বিরাট  কোহলি?

ব্যাটিংয়ে কোহলি নিজেকে নিয়ে গেছেন ক্রিকেটের উচ্চতম আসরে। সব ফরম্যাট মিলিয়ে করেছেন ক্যারিয়ারের ৭২ টি সেঞ্চুরি। সামনে শুধু একজনই, শচীন টেন্ডুলকার। একদিনের ক্রিকেটেও তার সেঞ্চুরি সংখ্যা ৪৪ টি, সামনে শচীন টেন্ডুলকার। আর এই রেকর্ডই চলতি বছর ভেঙে ফেলতে পারেন ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। আর এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার। 

চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ। আর তার আগে প্রায় ২৬ – ২৭ টা একদিনের ম্যাচ খেলবে ভারত। কিং কোহলির দখলে এই ফরম্যাটে আছে ৪৪ টি সেঞ্চুরি। চলতি বছর সামনে থাকা একদিনের ম্যাচগুলো খেলে তিনি শচীনের ৪৯ টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে ফেলতে পারেন। এমনটাই মনে করছেন বাঙ্গার

সম্প্রতি এক অনুষ্ঠানে বাঙ্গার বলেন, ” কি দারুন এক ক্রিকেটার কোহলি।  একের পর এক রেকর্ড ভেঙ্গে দিচ্ছে, ভাবা যায়? ওর দখলে এখন ৪৪ টা ওয়ানডে সেঞ্চুরি। এত কম সময়ে এই কাজ করে দেখানো সহজ ব্যাপার না। তবে আমার মনে হয় এই বছরই ও ৫০ টা সেঞ্চুরি করে ফেলতে পারে। চলতি  বছর ভারত ২৬ – ২৭ টা একদিনের ম্যাচ খেলবে। যদি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে ভারত, তাহলে কোহলির পক্ষে শচীনের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড ভেঙ্গে দেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। “

শ্রীলঙ্কার বিপক্ষে টি – টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে কিং কোহলিকে। তবে আশা করা হচ্ছে একদিনের ক্রিকেটে খেলবেন তিনি। আর যে কটি ম্যাচ খেলবেন নিজেকে উজাড় করেই দেবেন বলেই ধারনা বাঙ্গারের । টি – টোয়েন্টিতে বিশ্রাম নিলেও একদিনের ক্রিকেটে নিয়মিত খেলবেন বলেই আশাবাদী বাঙ্গার।

তিনি আরো বলেন, ” সে যখন মাঠে নামে নিজের শতভাগ উজাড় করে দেয়। আশা করি এই বছর কোহলি যে ক’টা ম্যাচে  খেলবে, সেখানে নিজের সর্বোচ্চটা দেবে। সে তিন ফরম্যাটেই নিয়মিত খেলে, ওর মতো সব ফরম্যাটে খেলা ক্রিকেটারদের জন্য মাঝেমধ্যে  বিরতিটা খুবই দরকার। এতে একদম ফ্রেস হয়ে মাঠে নামা যায়। তবে আমার ধারণা, ক্রিকেটের এই ব্যস্ত সূচির কারনে এখন ও টি – টোয়েন্টি  ফরম্যাটেই বেশি বিরতি নেবে। ৫০ ওভারের ক্রিকেটে নিয়মিত খেলবে। সে যে মানের ব্যাটসম্যান সামনে আরো অনেক রেকর্ড গড়বে “।

উল্লেখ্য, চলতি বছরের শেষ দিকে একদিনের বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। তাই স্বাভাবিকভাবেই এই ফরম্যাটে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, চলতি বছর অক্টোবর – নভেম্বর অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপের ত্রয়োদশ আসর।ঘরের মাঠে বিশ্বকাপ বলে এবার বিশ্বকাপ জিততে মরিয়া টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে ভারতের তুরুপের তাস হতে পারেন কোহলি।

আরো আজকের ট্রেন্ডিং

বিবিএল ২০২৪-২৫-এ সেরা তরুণ বিবিএল তারকাদের জন্য নজর রাখা: উদীয়মান প্রতিভার পরবর্তী প্রজন্ম

বিগ ব্যাশ লিগ (বিবিএল) তার ২০২৪-২৫ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে ক্রিকেট ভক্তদের একটি নতুন প্রজন্মের ক্রিকেট প্রতিভা কামনা করছে। বছরের পর বছর ধরে হাজার হাজার তরুণ ক্রিকেটার বিবিএলে তাদের...

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ইতিহাসে সেরা পাঁচ উইকেট-শিকারী: ঐতিহাসিক পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১২ সালে শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি লিগটি স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিভাবান খেলোয়াড়দের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি...

বিবিএল ২০২৪-২৫-এ সেরা বোলিং স্পেল: পেসার বনাম স্পিনাররা

বিগ ব্যাশ লিগ (বিবিএল) রোমাঞ্চকর ক্রিকেটিং অ্যাকশন নিয়ে আসে এবং বোলাররা প্রায়শই খেলা পরিবর্তনকারী হিসেবে আবির্ভূত হয়। ব্যাটাররা যখন লাইমলাইট দখল করে, বোলাররা ম্যাচের ফলাফল নির্ধারণ করে। পেসার এবং স্পিনারদের...

পরিবেশবান্ধব হচ্ছে ক্রিকেট: বিপিএল ২০২৫ এর স্থায়িত্ব উদ্যোগ প্রকাশিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ক্রিকেট মঞ্চ হিসেবে পরিচিত, যেখানে সেরা খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভক্তদের রোমাঞ্চিত করে। কিন্তু যখন বিশ্ব আরও স্থায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন...