Skip to main content

১৫ মাস পর টেস্টে ফিরে নাঈমের বাজিমাত

Having returned to Tests after 15 months, Naeem's performs brilliantly - ft

Having returned to Tests after 15 months, Naeem's performs brilliantly

সাদা পোশাকে নাঈম হাসানের ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১৮ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই চট্টগ্রামেই। ঘরের মাঠে অভিষেকটা রাঙিয়ে রেখেছেন এই অফ স্পিনার। প্রথম ইনিংসেই নিয়েছিলেন পাঁচ উইকেট। এরপর আরো একবার পাঁচ উইকেট শিকার করেছিলেন তিনি। ৭ টেস্টের ক্যারিয়ারে মোট ২৫ উইকেট শিকার করলেও গত দেড়  বছর ধরে টেস্ট দলের বাইরে নাঈম। 

সর্বশেষ টেস্টেও খুব বেশি খারাপ খেলেছেন তা নয়। নিয়েছিলেন ৩ উইকেট। কিন্তু অফ স্পিনারের জায়গাটা মেহেদী হাসান মিরাজ পাকাপোক্ত করে নিলে, দলে জায়গা হারান নাঈম। মূলত টিম কম্বিনেশনের কারণেই দীর্ঘদিন জাতীয় দলের বাইরে তিনি। তবে এবার শ্রীলংকা সিরিজে সুযোগ পেয়েই বাজিমাত করলেন তিনি। 

সিরিজ শুরুর কয়েকদিন আগে ইঞ্জুরিতে পড়েন মিরাজ। আর তাতেই কপাল খুলে নাঈমের। নিজের ঘরের মাঠে লংকানদের বিরুদ্ধে চেনা রূপে ফিরেছেন এই তরুণ ক্রিকেটার। তুলে নিয়েছেন নিজের চতুর্থ ফাইফার। লংকানদের বিপক্ষে ৩০ ওভার হাত ঘুরিয়ে ৬ উইকেট শিকার করেছেন তিনি। 

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনের শেষ বেলায় অনবদ্য ব্যাটিং করা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে হতাশায় ডুবিয়েছেন নাঈম। ১৯৯ রানে সাজঘরে ফিরিয়েছেন তাকে। তবে প্রথম ইনিংসের বোলিংয়ে বেশ খরুচে ছিলেন নাঈম। ৩০ ওভার থেকে রান দিয়েছেন ১০৫। মেইডেন ওভার করেছেন মাত্র চারটি। তবে নাঈমের এই বোলিং লংকানদের লাগাম টেনে ধরতে সাহায্য করেছে টাইগারদের।

ফলে লংকানদের ইনিংস থামে ৩৯৭ রানে। এ রান করতে সবকটি উইকেট হারিয়ে ফেলেছেন তারা। দলের হয়ে সর্বোচ্চ ১৯৯ রানের ইনিংস খেলেছেন ম্যাথিউস। এছাড়া কুশাল মেন্ডিসের ৫৪ এবং দিনেশ চান্দিমালের ৬৬ রান, লংকানদের বড় সংগ্রহ এনে দেয়।

আরো আজকের ট্রেন্ডিং

বিবিএল ২০২৪-২৫ দেখার জন্য সেরা দলগুলি: সবচেয়ে ভারসাম্যপূর্ণ এবং স্টার-স্টাডেড স্কোয়াডগুলির একটি ব্রেকডাউন

বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৪-২৫ ডিসেম্বরে শুরু হবে। প্রতিটি দলই তাদের স্কোয়াড শক্তিশালী করে আসন্ন মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিছু দল তাদের ভারসাম্যপূর্ণ লাইনআপের সাথে আলাদা। আসুন আলোচনা করা যাক...

বাংলাদেশ এর সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান: টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিলেন হৃদয়বিদারক অবসর

বাংলাদেশ এবং সারা বিশ্বের ক্রিকেট ভক্তদের মধ্যে চিন্তাভাবনার সঞ্চার ঘটানো একটি আবেগময় ঘোষণায়, দেশের সবচেয়ে প্রসিদ্ধ অলরাউন্ডার সাকিব আল হাসান টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন।...

ঢাকা প্রিমিয়ার লিগ: বাংলাদেশের শীর্ষস্থানীয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে সবকিছু

ঢাকা প্রিমিয়ার লিগ: বাংলাদেশের শীর্ষস্থানীয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে সবকিছু ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। ১৯৯৩ সালে শুরু হওয়া এই লিগটি স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের জন্য...

আন্তর্জাতিক তারকা এবং বিগ ব্যাশ লীগ ২০২৪-২৫ এর উপর তাদের প্রভাব

বিশ্বের অন্যতম উত্তেজনাপূর্ণ এবং প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট হল বিগ ব্যাশ লীগ (বিবিএল)। সারা বিশ্বে এমন ক্রিকেট অনুরাগী আছেন যারা বছরের পর বছর ধরে এই সিরিজ দেখে মুগ্ধ হয়েছেন। এর...