তার কাজ মূলত বল হাতে প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়া। ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে সেই কাজটি দারুণভাবে সেরেছেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। তবে ব্যাট হাতেও যে কম যান না, তার প্রমাণও দেখালেন দুই ইনিংসেই। ১১ নম্বরে ব্যাটিং করে বিশ্বরেকর্ডও করলেন বোল্ট।
ট্রেন্ট ব্রিজে ম্যাচের পঞ্চম দিনে ১১ নম্বরে নেমে ব্যক্তিগত ইনিংসের ষষ্ঠ বলে দুই রান নেন বোল্ট। এরই সঙ্গে মুত্তিয়া মুরালিধরনকে পেছনে ফেলে ১১ নম্বর ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি রানের মালিক বনে যান বোল্ট। টেস্টে সবার শেষে নেমে ৯৮ ইনিংস থেকে ৬২৩ রান করেছিলেন মুরালিধরন। ৭৯ ইনিংস থেকে তাকে ছাড়িয়ে গেলেন বোল্ট।
এদিন ১১ নম্বর পজিশনে নেমে ৩টি চারের সাহায্যে ১৫ বলে ১৭ রানের ইনিংস খেলেছেন বোল্ট। ফলে এই পজিশনে রান সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪০ এ। প্রায় দশ বছরের ক্যারিয়ারে মোট ৭৯ ইনিংসে ১১ নম্বরে ব্যাটিং করেছেন বোল্ট। যেখানে একটি অর্ধশতকের ইনিংসও রয়েছে তার ব্যাটে।
সবমিলিয়ে টেস্ট ক্যারিয়ারে বোল্টের সংগ্রহ ৭৫৪ রান। ক্যারিয়ারসেরা ৫২ রানের ইনিংসটি অবশ্য ওই ১১ নম্বরেই। এছাড়া গোটা ক্যারিয়ারে আর কোনো ফিফটি নেই তার। ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম ইনিংসে দুই রান করে মুরালিধরনকে ছুঁয়ে ফেলেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে ১৭ রান করে শীর্ষে উঠে যান।
অবশ্য এই শীর্ষস্থান নিয়ে খুব একটা স্বস্তিতে থাকার সুযোগ নেই বোল্টের। কারণ, এই তালিকার তিন নম্বরেই আছেন ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। ১১ নম্বর পজিশনে অ্যান্ডারসনের ব্যাটে আছে ৬১৮ রান। তাই তো, আগামী কিছুদিন বোল্ট-অ্যান্ডারসনের মাঝে দারুণ এক প্রতিযোগিতা দেখতে পাবে দর্শকরা।