আন্তর্জাতিক ক্রিকেটে অফফর্মে ছিলেন এমনটা নয়। তবে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখাটাই শুধু পাচ্ছিলেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলির মতো তিন অঙ্কের ম্যাজিক ফিগারের জন্য রোহিতকেও অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ তিন বছর। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ১১০০ দিন পর হিটম্যানের ব্যাটে দেখা মিলল শতরানের।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে শতরান করলেন রোহিত। ওয়ানডেতে এটি তার ৩০ তম শতক। কিউইদের বিপক্ষে ৮৫ বলে ১০১ রানের দারুণ ইনিংস খেলেন রোহিত। ৯ টি চার এবং ৬টি ছক্কা দিয়ে সাজানো এই ইনিংসটি। রোহিতের সঙ্গে জুটি বাঁধেন শুভমন গিল। শতরান করেন তিনিও। তার ব্যাট থেকে আসে ১১২ রান। রোহিত – গিলের জুটিতে ২১২ রান করে ভারত। ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় এবং শেষ ওয়ানডেতে রোহিতের সেঞ্চুরি খরা কাটার সঙ্গে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সিরিজও জিতে নেয় রোহিত শর্মার ভারত।
এর আগে সর্বশেষ রোহিতের ব্যাট থেকে শতরান এসেছিল ২০২০ সালের ১৯ জানুয়ারি। বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতরান করেছিলেন তিনি। ১২৮ বলে ১১৯ রান করেছিলেন ভারতের এই অধিনায়ক। এরপর কেটে গেছে দীর্ঘ ৩ বছরের ও বেশি। এর মাঝে ১৬ টি ম্যাচে অর্ধ- শতরান করলেও শতরানটা তার জন্য অমাবস্যার চাঁদ হয়ে দাঁড়িয়েছিল। এর জন্য তাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। যদিও তিনি বলেছিলেন, শতরান করাটা তার জন্য শুধু সময়ের অপেক্ষা। সেই অপেক্ষাটা ফুরোলো।
ওয়ানডে ক্রিকেটে ৩০ তম শতরান করে তিনি পাশে বসলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের। সাবেক এই অজি অধিনায়কের সঙ্গে যৌথভাবে তিনি এখন ওয়ানডে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ শতরানের মালিক। ৩৭৫ টি ওয়ানডে ম্যাচের ৩৬৫ টি ইনিংসে ৩০ টি সেঞ্চুরি করেন পন্টিং। ২৪১ টি ওয়ানডে ম্যাচের ২৩৪ টি ইনিংসে ৩০ টি শতরান করেন রোহিত।
রোহিতের সামনে আছেন তারই স্বদেশী দুইজন। সতীর্থ বিরাট কোহলি এবং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। শচীন ৪৬৩ টি ওয়ানডে ম্যাচে ৪৫২ ইনিংসে করেছেন ৪৯ টি শতরান এবং সর্বোচ্চ শতরানের তালিকায় শীর্ষে আছেন তিনি। কোহলি মাত্র ২৭১ টি ওয়ানডে ম্যাচের ২৬২ টি ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ওয়ানডে শতক করেছেন। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৫ বলের শতরানটি রোহিতের দ্বিতীয় দ্রুততম ওয়ানডে শতক। এর আগে ২০১৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৮২ বলে ক্যারিয়ারের দ্রুততম শতকটি করেছিলেন রোহিত।