হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর বাকি অংশ থেকে বাদ পড়েছেন বিশ্ব সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। সুপার ১২ এর বাকি দুই ম্যাচে তাঁকে পাচ্ছে না বাংলাদেশ দল। গতকাল সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান সাকিব। এরপর কিছুক্ষণের জন্য মাঠ ছাড়লেও মাঠে ফিরে চার ওভার বোলিং করেন এই বাঁহাতি অলরাউন্ডার। পরে চোট নিয়ে ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমে ৯ রান করে সাজঘরে ফিরেন তিনি। সাকিবকে ৪৮ ঘন্টার অবজারভেশনে রাখার পর দলের মেডিক্যাল ষ্টাফ তাকে এবারের মত টুর্নামেন্ট থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত দেয়।
সাকিবের চোটের ব্যাপারে দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরী এক বিবৃতিতে বলেন যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় বাম দিকের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন এবং তাঁর ইনজুরি গ্রেড-১ চোট হিসেবে ধরা পড়ে। দেবাশীষ চৌধুরী আরও বলেন যে পরবর্তী পর্যালোচনা না হওয়া পর্যন্ত এই অলরাউন্ডারকে টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে।
চোটের সঙ্গে লড়ছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসানও। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও নুরুলকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। দেবাশীষ চৌধুরী এ ব্যাপারে বলেন- নুরুলকে ১লা নভেম্বর পর্যন্ত সম্পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে। তারপর তাঁর অবস্থার পর্যালোচনা করে খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।
শুধু তাই নয়, সাকিব আল হাসানের পরিবর্তে দলে আর কোন খেলোয়াড়কে নেয়ার সুযোগ নেই কারণ, বিসিবি অভিজ্ঞ পেসার রুবেল হোসেনকে একমাত্র খেলোয়াড় হিসেবে রিজার্ভে রেখেছিল। যাকে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের ইনজুরির কারণে আগেই স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে। তাই রিজার্ভে আর কোনো খেলোয়াড় না থাকার কারণে দলে নতুন কোন সংযোজনও সম্ভব নয়।
এখন পর্যন্ত সুপার ১২ এর তিনটি ম্যাচই হেরেছে বাংলাদেশ। আগামীকাল নিজেদের ৪র্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এরপর আগামী ৪ই নভেম্বর সুপার ১২ এ নিজেদের শেষ ম্যাচে তাঁরা অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হবে।
ক্রিকেটে বিশ্বের আরও আকর্ষণীয় খবরের জন্য Baji -র সাথেই থাকুন!