বাংলাদেশ টেস্ট দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ তিনি। তবে সম্প্রতি ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছেনা তার। ছিলেননা বাংলাদেশের সর্বশেষ টেস্ট দলেও। হারিয়েছেন টেস্ট অধিনায়কত্ব। তবে আগামী তিন মাস বাংলাদেশের টেস্ট খেলা না থাকায় হাতে অফুরন্ত সময় মুমিনুল হকের।
আর অবসর সময়টা তাই চুটিয়ে উপভোগ করছেন মমিনুল। এই অবসরকে কাজে লাগাতে স্ত্রী ফারিহা বাশারকে নিয়ে ওমরাহ পালন করতে মক্কার উদ্দেশ্য উড়াল দিলেন সাবেক টেস্ট অধিনায়ক।
জানা গেছে বৃহস্পতিবার মক্কার উদ্দেশ্য রওনা হন এই জুটি। তার ওমরাহ পালন করতে যাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছে মুমিনুলের ঘনিষ্ঠ একটি সূত্র।
এই টেস্ট স্পেশালিষ্ট ব্যাটসম্যান দেশের জার্সিতে খেলেছেন ৫৪টি টেস্ট।১০০ ইনিংসে ৩৭.৫৪ গড়ে করেছেন ৩ হাজার ৫২৯ রান। ঝুলিতে রয়েছে ১১ টি সেঞ্চুরি ও ১৫টি হাফসেঞ্চুরি। উইকেট শিকার করেছেন ৭টি।
জানা গেছে ওমরাহ পালন শেষ করেই আবার দ্রুত বাংলাদেশে ফিরবেন মুমিনুল। এরপর ফিটনেস নিয়ে কাজ করবেন। ১০ অক্টোবর শুরু হবে জাতীয় লীগ। সেখানে পারফর্ম করলে আবার হয়ত জাতীয় দলে সুযোগ মিলবে এই ক্রিকেটারের। মুমিনুলকি পারবেন? সময় তার উত্তর দেবে।