BJ Sports – Cricket Prediction, Live Score

সৌরভ গাঙ্গুলীর  জীবনের সেরা ভ্যালেন্টাইন কে? 

সৌরভ গাঙ্গুলীর  জীবনের সেরা ভ্যালেন্টাইন কে? 

#image_title

গত ১৪ ফেব্রুয়ারি গোটা বিশ্বজুড়ে পালিত হয়েছে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন্স ডে কে স্মরণীয় করে রাখতে এইতো সেদিনই নিজের স্ত্রীকে ফের বিয়ে করলেন ভারতীয় ক্রিকেটের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। স্ত্রী নাতাশাকেই আবার বিয়ে করেছেন ভারতীয় অলরাউন্ডার ভালোবাসা দিবসের পর পেরিয়ে গেছে আস্ত একটি সপ্তাহ। তবু এই দিনকে ঘিরে ক্রিকেট পাড়ায় আলোচনা যেন শেষ হচ্ছেনা। সৌরভ গাঙ্গুলীর সেই দিনের একটি ছবি যে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো  ভাইরাল হয়ে ঘুরছে। এবারের ১৪ ফেব্রুয়ারিতেই যে জীবনেরসেরা ভ্যালেন্টাইনপালন করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এমনটা দাবি করেছেন স্বয়ং তিনি নিজেই। 

ভারতীয় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদানের কথা নতুন করে কিছু বলার নেই। ভারতের ক্রিকেটের বেহাল দশা থেকে বের করে আনতে তার ভূমিকা অপরিসীম। সেই সময়ে মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, বীরেন্দ্র সেহওয়াগের মতো ক্রিকেটারদের বাছাই করে দলে এনেছিলেন তিনিই। জনপ্রিয়তার দিক থেকে এখনও কমতি নেই তার। এখনও থাকেন সংবাদ শিরোনামে। এবার তিনি সংবাদ শিরোনামে এসেছেনজীবনের  সেরা  ভ্যালেন্টাইনপালন করে।

ভালোবাসা দিবসে সৌরভ গাঙ্গুলি ছিলেন  লন্ডনে সেখানে বসেই ভালোবাসা দিবস উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন তিনি।  ক্যাপশনে লিখেন, ” আমি আমার জীবনের সবচেয়ে সেরা ভ্যালেন্টাইনের সঙ্গে ভ্যালেন্টাইন  লাঞ্চ করছি।সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন ভারতের এই সাবেক অধিনায়ক এবং বিসিসিআই সভাপতি। ছবিতে তার সঙ্গে ছিলেন কন্যা সানা গাঙ্গুলি।  সৌরভ গাঙ্গুলি এমন পোস্ট দেওয়ার পর, সেই ছবি ভাইরাল হতেও খুব বেশি সময় নেয়নি। বাবামেয়ের ভালোবাসা প্রশংসা কুড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

এদিকে এই ছবির পোস্টের কমেন্টে অনেকে জানতে চেয়েছেন বিরাট কোহলির অধিনায়কের পদ থেকে সরানোতে ভারতীয় এই সাবেক সভাপতির কোনো হাত আছে কি না। এমন প্রশ্ন করার কারণও রয়েছে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক চেতন শর্মা এক বিস্ফোরক মন্তব্য করেন। 

তিনি বলেন, ” বিরাট কোহলি মিথ্যে কথা বলেছেন। সৌরভ বিরাটকে নেতৃত্ব ছাড়ার কথা বলেনি, সৌরভ আরও বলেছিলেন কোহলিকে নেতৃত্ব না ছাড়ার কথা। কিন্তু এই ব্যাপারটা  কোহলির ইগোতে লাগে। আর এটা মেনে নিতে পারেননি তিনি। তাই সাংবাদিকদের সামনে সৌরভের নামে মিথ্যা অভিযোগ এনেছিলেন যাতে সৌরভ অপমানিত বোধ করেন। কারণ কোহলির মনে হয়েছিল সৌরভই তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছেন।  ” 

তবে এমন মন্তব্যে  কান দেননি সৌরভ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ ছাড়ার পর পরিবারকেই বেশি সময় দিচ্ছেন তিনি। ভ্যালেন্টাইন্স ডেও উপভোগ করলেন পরিবারের সঙ্গেই। বোর্ডের দায়িত্ব ছাড়ার পরেই অবশ্য  আইপিএলে দিল্লি ক্যাপিটালস তাকে ডিরেক্টর অব ক্রিকেট পদে বসিয়ে দিয়েছে। তাই আইপিএলের আসন্ন মৌসুমে আবার দেখা যাবে তাকে।

Exit mobile version