ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি পদে দ্বিতীয়বারের জন্য থাকছেন না সৌরভ গাঙ্গুলী। সৌরভের পরিবর্তে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার রজার বিনি। যদিও সূত্রের খবর অনুযায়ী দায়িত্ব পালনে আগ্রহী ছিলেন সৌরভ। কিন্তু তাকে দ্বিতীয় মেয়াদে দেওয়া হবেনা বোর্ডের দায়িত্ব। তাহলে কি রাজনৈতিক গুগলিতেই আউট হলেন কলকাতার মহারাজ? কি বলছে সূত্রের খবর?
জায়গা হারিয়ে হতাশ সৌরভ। ইচ্ছা থাকলেও দ্বিতীয় মেয়াদে পাবেননা বোর্ডের দায়িত্ব। একজন বোর্ড সদস্য গণমাধ্যমকে বলেন,” তার (সৌরভকে) চোখে মুখে হতাশা এবং পরিষ্কার মনমরা ভাব দেখা গেছে।“
ভারতীয় মিডিয়ার সূত্র অনুযায়ী সৌরভ ছাড়া প্রায় সকলেই নিজ পদে পুনর্বহাল হতে যাচ্ছেন। বিজেপির নেতা ও মন্ত্রী পুত্র জয় শাহও রয়েছেন তার দায়িত্বে। তাহলে কেন সৌরভের পদ থেকে সরে যেতে হয়েছে – এমন প্রশ্ন অনেকের মনে। ধারণা করা হয়, সৌরভকে বোর্ডের দায়িত্বে আনা হয়েছিল রাজনৈতিক অংশ হিসেবে।
গুঞ্জন আছে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি তাকে প্রেসিডেন্ট পদে এনেছিল তাকে বা তার পরিবারের কাউকে বিজেপিতে আনার জন্য। তবে রাজনীতিতে না জড়ানোই কাল হয়ে দাঁড়িয়েছে এখন সৌরভের জন্য, এমনটাই মনে করছেন অনেকে। সৌরভের ” রাজনীতি আমার জন্য নয় “এমন ঘোষণার পর তার উপর থেকে নাকি মন উঠে গেছে বিজেপির।
তবে সামনেই আবার আইসিসির চেয়ারম্যান পদের নির্বাচন। সেখানেও দেখা যেতে পারে মহারাজকে। কিন্তু যেখানে তাকে বোর্ড থেকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে আইসিসির পদের জন্যও যে অন্য কারও নাম আসবে না তারও কোন নিশ্চয়তা নেই। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দিন আইসিসির নির্বাচন। তাই আইসিসির চেয়ারম্যান পদে সৌরভকে দেখা যাবে কি না তা জানা যাবে সেদিনই।