চলমান টি–টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ ছন্দে আছে ভারত। গ্রুপপর্ব শেষে সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হবে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এর আগে বেশ ফুরফুরে মেজাজে আছেন দলের ক্রিকেটাররা। অ্যাডিলেডে ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে ক্রিকেটাররা যোগ দিয়েছেন বিশেষ এক নৈশভোজে।
অ্যাডিলেডের টরেন্সভিল এলাকার হেনলি বিচ রোডের একটি ভারতীয় রেস্তোরায় খেতে যান ভারতীয় ক্রিকেটাররা। সেখানে তাদের জন্য রান্না করা হয় ভারতীয় খাবার। মেন্যুতে ছিল টিক্কা, কাশ্মীরি পোলাও এবং ভেড়ার মাংসের রোগান জোস। যেখানে ছিলেন ক্রিকেটারদের স্ত্রী এবং প্রেমিকারাও। হয়েছে আড্ডা, খুনসুটি।
এই নৈশভেজ সম্পর্কে এক বোর্ড কর্মকর্তা বলেন, ” টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে ক্রিকেটারদের ছুটি বলতে কিছু নেই। এত বড় প্রতিযোগিতায় চাপ তো থাকেই। সেমিফাইনালের আগে সবাইকে হালকা রাখতেই নৈশভোজের আয়োজন করা হয়েছে। তাছাড়া এ ধরণের আয়োজন ক্রিকেটারদের মধ্যে একাত্মতাবোধ বাড়াতে সাহায্য করে। “
এদিকে টি–টোয়েন্টি বিশ্বকাপে বিভিন্ন দেশ থেকে আসা ক্রিকেটাররা উপভোগ করছেন অস্ট্রেলিয়ার সৌন্দর্য। খেলা এবং অনুশীলনের ফাঁকে দৃষ্টিনন্দন জায়গাগুলোতে ঘুরাঘুরি, এবং আড্ডা চলছে চুটিয়ে। এবার একটু ব্যতিক্রমী হলো ভারত। খেলোয়াড়দের ফুরফুরে রাখতে নিজেরাই উদ্যোগ নিল নৈশভোজের। যেখানে উপস্থিত ছিলেন টিম ইন্ডিয়ার সবাই। দেখা যাক কোহলিদের এই ফুরফুরে মেজাজ সেমিফাইনালে মাঠের ২২ গজেও দেখা যায় কিনা।