Skip to main content

সেপ্টেম্বরে এশিয়া কাপে ফের মুখোমুখি হচ্ছে  ভারত – পাকিস্তান

সেপ্টেম্বরে এশিয়া কাপে ফের মুখোমুখি হচ্ছে  ভারত - পাকিস্তান

মাঠের ২২ গজে ভারত – পাকিস্তান  মুখোমুখি হওয়া মানেই হাইভোল্টেজ ম্যাচ। যে ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকে গোটা ক্রিকেট বিশ্ব। তবে রাজনৈতিক টানাপোড়েনের কারনে এই দুই দেশ পরস্পরের বিপক্ষে দ্বিপাক্ষিক কোনো সিরিজ না খেলায় একমাত্র এশিয়া কাপ এবং আইসিসির কোনো টুর্নামেন্টেই মুখোমুখি হতে দেখা যায়। এবার ঘোষিত হলো ২০২৩ সালের এশিয়া কাপের সূচি। বিসিসিআই সচিব জয় শাহ এক টুইটের মাধ্যমে সেটা জানালেন। সেখানে দেখা গেলো আগামী সেপ্টেম্বরে ফের মুখোমুখি হবে ক্রিকেটের  এই দুই পরাশক্তি। এবারের এশিয়া কাপের আসরেও এই দুই দলকে রাখা হয়েছে একই গ্রুপে। 

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ কতৃক  প্রকাশিত ২০২৩ এবং ২০২৪ সালের বিভিন্ন প্রতিযোগিতার এই ক্যালেন্ডারে দেখা যায় চলতি বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। যেখানে একই গ্রুপে ভারত এবং পাকিস্তান। তৃতীয় কোনো দলকে যোগ্যতা অর্জন করে আসতে হবে এই গ্রুপে। অপর গ্রুপটিতে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। 

গত বছর এশিয়া কাপ এবং টি – টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত – পাকিস্তান। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত।  তবে সুপার ফোর পর্বে পাকিস্তানের কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। তবে তখনও ফাইনালে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছে আবার হেরে বাড়ির টিকিট নিশ্চিত হয়ে যায় রোহিত শর্মাদের। 

এদিকে এশিয়া কাপের এবারের আসরের আয়োজক পাকিস্তান। কিন্তু এই নিয়ে দুই দেশের মধ্যে চলছে নীরব দ্বন্দ্ব। গত বছরই বিসিসিআই সচিব জয় শাহ ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানে এশিয়া কাপ হলে ভারত সেখানে খেলবে না। এশিয়া কাপ নিরপেক্ষ কোনো দেশে হোক। আর এর পাল্টা জবাব দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের তৎকালীন প্রধান রমিজ রাজা।

তিনি বলেছিলেন, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে তবে পাকিস্তানও ২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠেয় একদিনের বিশ্বকাপ বয়কট করবে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডে এখন এসেছে নানা পরিবর্তন। রমিজ রাজা এখন আর দায়িত্বে নেই। তবে এ নিয়ে এখনও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তাই ২০২৩ এশিয়া কাপের ভেন্যু নিয়ে সংশয় থেকেই যায়।

আরো আজকের ট্রেন্ডিং

বিবিএল ২০২৪-২৫-এ সেরা তরুণ বিবিএল তারকাদের জন্য নজর রাখা: উদীয়মান প্রতিভার পরবর্তী প্রজন্ম

বিগ ব্যাশ লিগ (বিবিএল) তার ২০২৪-২৫ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে ক্রিকেট ভক্তদের একটি নতুন প্রজন্মের ক্রিকেট প্রতিভা কামনা করছে। বছরের পর বছর ধরে হাজার হাজার তরুণ ক্রিকেটার বিবিএলে তাদের...

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ইতিহাসে সেরা পাঁচ উইকেট-শিকারী: ঐতিহাসিক পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১২ সালে শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি লিগটি স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিভাবান খেলোয়াড়দের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি...

বিবিএল ২০২৪-২৫-এ সেরা বোলিং স্পেল: পেসার বনাম স্পিনাররা

বিগ ব্যাশ লিগ (বিবিএল) রোমাঞ্চকর ক্রিকেটিং অ্যাকশন নিয়ে আসে এবং বোলাররা প্রায়শই খেলা পরিবর্তনকারী হিসেবে আবির্ভূত হয়। ব্যাটাররা যখন লাইমলাইট দখল করে, বোলাররা ম্যাচের ফলাফল নির্ধারণ করে। পেসার এবং স্পিনারদের...

পরিবেশবান্ধব হচ্ছে ক্রিকেট: বিপিএল ২০২৫ এর স্থায়িত্ব উদ্যোগ প্রকাশিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ক্রিকেট মঞ্চ হিসেবে পরিচিত, যেখানে সেরা খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভক্তদের রোমাঞ্চিত করে। কিন্তু যখন বিশ্ব আরও স্থায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন...