BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১১ সেপ্টেম্বর: সিপিএল ২০২২ (ম্যাচ ১৫) – সেন্ট লুসিয়া কিংস বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস

Saint Lucia Kings vs St Kitts and Nevis Patriots

সেন্ট লুসিয়া কিংস বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস

সেন্ট লুসিয়া কিংস বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস (ম্যাচ ১৫) – হাইলাইটস

সিপিএল ২০২২ এর ১৫তম ম্যাচে গ্রস আইলেটের ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাথু ফোর্ডের অসাধারণ বোলিং পারফর্মেন্সের সৌজন্যে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এর বিপক্ষে ৬১ রানের বিশাল জয় পেয়েছে সেন্ট লুসিয়া কিংস। বল হাতে পরপর তিন ওভারে টানা তিন উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পেসার ম্যাথু ফোর্ড।

ম্যাচের শুরুতে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এর অধিনায়ক এভিন লুইস টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং সেন্ট লুসিয়া কিংসকে ব্যাটিং করতে পাঠান। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানের লড়াকু স্কোর সংগ্রহ করে সেন্ট লুসিয়া কিংস।

ব্যাটিংয়ে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন সেন্ট লুসিয়া কিংসের দুই ওপেনার জনসন চার্লস এবং ফাফ ডু প্লেসিস। দুজন মিলে ৫৩ বলে ৮৬ রানের উদ্বোদনী জুটি গড়ে তোলেন। তাদের দুজনের সৌজন্যে পাওয়ার প্লে’র ৬ ওভারে ৬১ রান তুলে নেয় সেন্ট লুসিয়া কিংস। চার্লস ৩২ বলে ৪১ রান করে সাজঘরে ফিরেন। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কার মার।

ওয়ান ডাউনে নামা টিম ডেভিডও এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি। ৭ বল খেলে করেন মাত্র ২ রান। কিছুক্ষণ পর রোশন প্রাইমাসও ৩ বলে ২ রান করে আউট হয়ে যান। তবে উইকেটের এক প্রান্ত আগলে রাখেন দলপতি ডু প্লেসিস। কিন্তু তিনিও দলীয় ১১২ রানে ৩৫ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেন। ৩ চার ও ৫ ছক্কায় সজ্জিত ছিল তাঁর এই ইনিংস।

অধিনায়কের বিদায়ের পর সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বোলাদের বোলিং তোপে তাসের ঘরের মত ভেঙে পড়ে সেন্ট লুসিয়া কিংস। যার ফলে সেন্ট লুসিয়া কিংসের স্কোর বোর্ড ১১২/৪ থেকে হয়ে যায় ১২৪/৭! শেষ দিকে ডেভিড ভিয়া (১৪ বলে ১২) এবং ফোর্ডের (১১ বলে ১৫) ক্যামিও ইনিংসের সুবাদে লড়াকু স্কোর সংগ্রহ করে সেন্ট লুসিয়া কিংস।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস সর্বাধিক ৩টি উইকেট তুলে নেন। এছাড়া আকিলা ধনঞ্জয়া ও শেলডন কটরেল ২টি করে এবং রশিদ খান ১টি উইকেট শিকার করেন।

১৬২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে সেন্ট লুসিয়া কিংসের পেসারদের আগ্রাসী বোলিংয়ে মাত্র ১০০ রান তুলতেই অল-আউট হয়ে যায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। শুরুতেই নিজের প্রথম তিন ওভারে প্রথম তিন ব্যাটারকে সাজঘরের পথ দেখান ফোর্ড। ইনিংসের প্রথম ওভারে তাঁর শিকার উইকেট রক্ষক ব্যাটার আন্দ্রে ফ্লেচার (০), ৩য় ওভারে লুইস (৯ বলে ২৪) এবং ৫ম ওভারে ডিওয়াল্ড ব্রেভিস (৯ বলে ১১)।

প্রথম দিকের এই ধসের ফলে পাওয়ার প্লে’র ৬ ওভারে তিন উইকেট হারিয়ে ৪৮ রান তুলতে সমর্থ হয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন ড্যারেন ব্রাভো এবং শেরফেন রাদারফোর্ড। কিন্তু তারাও বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। ব্রাভো ২৫ বলে ২০ এবং রাদারফোর্ড ১৯ বলে ৯ রান করে আউট হয়ে যান।

এরপর ডোয়াইন প্রিটোরিয়াস (১৩ বলে ৯) আউট হয়ে গেলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় মাত্র। শেষে ইনিংসের এক ওভার বাকী থাকতেই থেমে যায় প্যাট্রিয়টসদের ইনিংস। ফোর্ড ছাড়াও সেন্ট লুসিয়া কিংসের হয়ে ডেভিড ভিয়া ৩টি উইকেট শিকার করেন। এছাড়া আলজারি জোসেফ ও রোশন প্রাইমাস ২টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচ জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে উঠে এসেছে সেন্ট লুসিয়া কিংস। অপরদিকে এই ম্যাচে পরাজিত হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এখন পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে অবস্থান করছে।


সেন্ট লুসিয়া কিংস বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এর স্কোরবোর্ড

সেন্ট লুসিয়া কিংস – ১৬১/৯ (২০.০)

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস১০০/১০ (১৯.০)

ফলাফল – সেন্ট লুসিয়া কিংস ৬১ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ম্যাথু ফোর্ড



সেন্ট লুসিয়া কিংস বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ম্যাচের একাদশ

সেন্ট লুসিয়া কিংস ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (উইকেট রক্ষক), জনসন চার্লস, রোস্টন চেজ, রোশন প্রাইমাস, টিম ডেভিড, ডেভিড ভিয়া, আলজারি জোসেফ, ল্যারি এডওয়ার্ডস, ম্যাথু ফোর্ড এবং কেসরিক উইলিয়ামস।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস এভিন লুইস (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার (উইকেট রক্ষক), ডিওয়াল্ড ব্রেভিস, শেরফেন রাদারফোর্ড, ড্যারেন ব্রাভো, ডোয়াইন প্রিটোরিয়াস, ডুয়ান ইয়ানসেন, রশিদ খান, শেলডন কটরেল, আকিলা ধনঞ্জয়া এবং জেডেন কারমাইকেল।
Exit mobile version