দিনের আলো যত বেশি ফুটে উঠছে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত লাশের সারি ততই দীর্ঘ হচ্ছে। ক্যামিকেল থেকে নির্গত আগুনে দগ্ধ হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন শতাধিক মানুষ। আগুন নিয়ন্ত্রণে আনা পর্যন্ত প্রায় পাঁচ জন ফায়ার সার্ভিসের কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ ডিপো থেকে হাসপাতাল পর্যন্ত চলছে স্বজনদের আহাজারি। এমন অবস্থায় অগ্নিদগ্ধ মানুষের জন্য সাহায্যের আহবান জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও পেসার তাসকিন আহমেদ।
সীতাকুণ্ডে হতাহত মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-০২ আসনের সংসদ সদস্য মাশরাফি। ফেসবুকে এক পোস্টে মাশরাফি লিখেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি রইল সমমর্মিতা।
মাশরাফি আরো লিখেন ” আমি চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষদের অনুরোধ করি যেন হতাহতদের সাহায্যে এগিয়ে আসে। শুনেছি প্রচুর রক্তের প্রয়োজন। সবাই এগিয়ে আসুন। আপনার একটু সহযোগিতা, এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ, হাসি ফোটাতে পারে একটি পরিবারকে। সকলে প্রার্থনা করি।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে তাসকিন সবাইকে সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করেছেন, ‘আসুন চট্টগ্রামের সীতাকুন্ডের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, ফায়ার ফাইটার, ডাক্তার, পুলিশসহ উদ্ধারকার্যে অংশ নেয়া সবার জন্য দোয়া করি। যে যেভাবে পারি সাহায্যের হাত বাড়িয়ে দিই। হে আল্লাহ, তুমি আমাদের হেফাজত করো।’