টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সিলেট বিভাগের বেশির ভাগ এলাকার যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। টেলিফোন নেটওয়ার্ক অকার্যকর হয়ে গেছে। অনেক স্থানে বিদ্যুৎ উপকেন্দ্র ও বৈদ্যুতিক খুঁটি তলিয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
ভয়াবহ বন্যায় সিলেট-সুনামগঞ্জ সড়ক তলিয়ে গেছে। সারা দেশের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ অবস্থায় সিলেট ও সুনামগঞ্জের প্রায় পৌনে দুই লাখ গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।
দলের সাথে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। সেখান থেকেই দেশের সার্বিক পরিস্থিতির খবর রাখছেন তিনি। সিলেটে বন্যায় আটকে থাকা মানুষজনের জন্য সেখানে থেকেও মন কাঁদছে তামিমের। সিলেটে বন্যা পরিস্থিতির চিত্র দেখে ব্যথিত তামিম ক্যারিবিয়ান দ্বীপে থেকেই ফেসবুকে একটি পোস্ট করেছেন। পোস্টে বন্যার বেশকিছু ছবি জুড়ে সিলেটের জন্য সাহায্য চেয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের ভেরিফাইড পেজে তামিম লিখেন, ‘অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি সিলেট-সুনামগঞ্জ আজ বিপর্যস্ত ভয়াবহ বন্যায়। বিভিন্ন ছবি দেখে এবং বন্যার খবর জেনে খুব খারাপ লাগছে। সবাই ধৈর্য রাখুন, মানসিকভাবে শক্ত থাকুন। যতটা সম্ভব সবাই দুর্গতদের পাশে থাকুন, পরস্পরের সহায়তা করুন। প্রার্থনা করছি যেন এই বিপদ দ্রুত কেটে যায়। আল্লাহ সবার সহায় হোন।’