Skip to main content

সিরিজ জিতে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় মাহমুদউল্লাহ বাহিনী

Mahmudullah's team wants to prepare themselves for the World Cup by winning the series

Mahmudullah's team wants to prepare themselves for the World Cup by winning the series

দরজায় কড়া নাড়ছে সীমত ওভারের ক্রিকেটের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ। অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে এই আসর। সেই লক্ষ্যে ইতিমধ্যেই দল গুছানোর কাজ শুরু করেছে দেশগুলো। বাদ যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলও।

ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়েই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে টাইগাররা। এবার আর সুপার টুয়েলভে খেলার ঝামেলা নেই মাহমুদউল্লাহ রিয়াদের দলের। সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে তারা। তাই দলের সামনে চ্যালেঞ্জটাও অনেক কঠিন।

ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে বিশ্বকাপ প্রস্তুতি রাঙাতে চায় টিম বাংলাদেশ। তবে প্রথম ম্যাচ মাঠে গড়ানোর পূর্বে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। শুক্রবার পুরোদিন বৃষ্টি থাকায় অনুশীলন করতে পারে নি টাইগাররা। বোঝাও যায় নি উইকেটের হালচাল।

প্রস্তুতি আর উইকেট নিয়ে ম্যাচের পূর্বে অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, ‘সেন্ট লুসিয়ায় অনুশীলন সেশনে ফুটবল খেলেছি আর ৪০ মিনিটের ফিল্ডিং সেশন করেছি। কাল এসে কন্ডিশন দেখে মানসিকভাবে আমাদের ওভাবে প্রস্তুতি নিতে হবে। আমি ওদের বলেছি- যারা মানসিকভাবে এগিয়ে থাকবে, তারাই জিতবে। বিশেষভাবে আমাদের কথা বলেছি, আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত থাকতে পারলে এটাই ভালো করার সবচেয়ে ভালো সুযোগ।’

মাহমুদউল্লাহ আরো জানান, উইন্ডিজদের বিপক্ষে আগ্রাসী মনোভাব নিয়েই খেলবে টাইগাররা। সামনে যে চ্যালেঞ্জ আসবে সেটা মোকাবেলার করতে তারা প্রস্তুত জানিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আমি মনে করি প্রস্তুতি আসে এখান থেকে (হাত দিয়ে মস্তিস্ক ইশারা করে)। টি-টোয়েন্টিতে আপনি খুব কম সময় পাবেন। তাই যে কন্ডিশন থাকবে সেটা নিয়ে মনোযোগী হতে হবে। গেম সেন্স প্রয়োগ করতে হবে। আমাদের মূলমন্ত্র হবে ইতিবাচক ও আগ্রাসী থাকা। যে চ্যালেঞ্জই আসুক, নিতে হবে।’

আরো আজকের ট্রেন্ডিং

বিবিএল ২০২৪-২৫-এ সেরা তরুণ বিবিএল তারকাদের জন্য নজর রাখা: উদীয়মান প্রতিভার পরবর্তী প্রজন্ম

বিগ ব্যাশ লিগ (বিবিএল) তার ২০২৪-২৫ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে ক্রিকেট ভক্তদের একটি নতুন প্রজন্মের ক্রিকেট প্রতিভা কামনা করছে। বছরের পর বছর ধরে হাজার হাজার তরুণ ক্রিকেটার বিবিএলে তাদের...

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ইতিহাসে সেরা পাঁচ উইকেট-শিকারী: ঐতিহাসিক পর্যালোচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১২ সালে শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি লিগটি স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিভাবান খেলোয়াড়দের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি...

বিবিএল ২০২৪-২৫-এ সেরা বোলিং স্পেল: পেসার বনাম স্পিনাররা

বিগ ব্যাশ লিগ (বিবিএল) রোমাঞ্চকর ক্রিকেটিং অ্যাকশন নিয়ে আসে এবং বোলাররা প্রায়শই খেলা পরিবর্তনকারী হিসেবে আবির্ভূত হয়। ব্যাটাররা যখন লাইমলাইট দখল করে, বোলাররা ম্যাচের ফলাফল নির্ধারণ করে। পেসার এবং স্পিনারদের...

পরিবেশবান্ধব হচ্ছে ক্রিকেট: বিপিএল ২০২৫ এর স্থায়িত্ব উদ্যোগ প্রকাশিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ ক্রিকেট মঞ্চ হিসেবে পরিচিত, যেখানে সেরা খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভক্তদের রোমাঞ্চিত করে। কিন্তু যখন বিশ্ব আরও স্থায়ী ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন...