ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০২১ এর শুরুর পূর্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর দুটি ফ্র্যাঞ্চাইজি- রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস এবারের টুর্নামেন্টে দল কিনেছে। সিপিএলের আসন্ন সিজনে রাজস্থান রয়্যালসের মালিকানাধীন বার্বাডোজ ট্রাইডেন্টসের নাম বদলে হয়ে যাচ্ছে বার্বাডোজ রয়্যালস এবং পাঞ্জাব কিংসের মালিকানাধীন সেইন্ট লুসিয়া জুকসের নাম পরিবর্তন করে হয়ে যাচ্ছে সেইন্ট লুসিয়া কিংস।
ইএম স্পোর্টিং হোল্ডিংসের অধীনস্থ রয়্যালস স্পোর্টস গ্রুপ কিনে নিয়েছে বার্বাডোজ ফ্র্যাঞ্চাইজির সিংহভাগ মালিকানা। বার্বাডোজ ফ্র্যাঞ্চাইজির প্রধান মানিশ প্যাটেল বলেছেন, ‘মনোজ ও রাজস্থান রয়্যালস ফ্যামিলির সঙ্গে নতুন চুক্তি করে আমরা রোমাঞ্চিত। আশা করছি বার্বাডোজ ও এর আশপাশের ক্রিকেট উন্নতিতে বড় সাহায্য করবে এটি।’
রয়্যালস স্পোর্টস গ্রুপের চেয়ারপার্সন মনোজ বাদালে বলেছেন, ‘মানিশ প্যাটেলের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে আমরা আনন্দিত। বার্বাডোজ সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা সবসময় আমাদের সমর্থন দিয়েছে। এই অঞ্চলের ক্রিকেট এবং পর্যটনের ইতিবাচক অবদান রাখতে আমরা আশাবাদী।’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ২০১৪ ও ২০১৯ সালের আসরে শিরোপা জিতেছিল বার্বাডোজ। বর্তমানে দলটি অধিনায়ক জেসন হোল্ডার। আসন্ন সিজনে সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে আগামী ২৬ আগস্ট নিজেদের প্রথম ম্যাচ খেলবে তারা।
অন্যদিকে, কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেড কিনে নিয়েছে সিপিএলের আর এক দল সেইন্ট লুসিয়া জুকসকে। ২০২১ সালের আইপিএল শুরুর আগে পাঞ্জাব দলটিকে কিনে নিয়েছিল তারা। তখন কিংস এলেভেন পাঞ্জাবের নাম বদলে হয়ে যায় পাঞ্জাব কিংস। সেই ধারাবাহিকতায় সেইন্ট লুসিয়া জুকসও এখন থেকে পরিচিত হবে সেইন্ট লুসিয়া কিংস নামে।
নতুন নামের পাশাপাশি নতুন লোগোও প্রকাশ করেছে সেইন্ট লুসিয়া কিংস। যেখানে রাখা হয়েছে সেইন্ট লুসিয়ার পতাকার রং। তবে ব্র্যান্ডের নাম, মনোগ্রাম এবং লোগোতে থাকা সিংহের চিহ্নে কোনো বদল আনা হয়নি।
এর আগে সিপিএলের দল কিনেছে আইপিএলের আরও এক ফ্র্যাঞ্চাইজি- কলকাতা নাইট রাইডার্স। মালিকানায় যাওয়ার পর ত্রিনিদাদ এন্ড টোবাগো দলের নাম বদলে রাখা হয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স।
আরও উত্তেজনাপূর্ণ ক্রিকেটের খবরের জন্য, Baji –তে ক্লিক করুন!