সিডনি সিক্সার্স বনাম মেলবোর্ন রেনেগেডস (ম্যাচ ১৮) – হাইলাইটস
গতকাল (বুধবার) হওয়া বিবিএল ২০২২/২৩ এর ১৮ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সিডনি সিক্সার্স ও মেলবোর্ন রেনেগেডস। ঐ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মোটামোটি একটি লক্ষ্য দাড় করায় সিডনি সিক্সার্স। কিন্তু ২য় ইনিংসে ব্যাটিং এ নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হয়ে যাওয়ার আগেই গুটিয়ে যায় মেলবোর্ন রেনেগেডস। সেই সাথে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে আছে সিডনি সিক্সার্স এবং ম্যাচ হেরে ৩য় আছে মেলবোর্ন রেনেগেডস। এছাড়া দুর্দান্ত বোলিং এর সুবাদে সিডনি সিক্সার্স -এর হয়ে ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব জিতে নেন বেন দ্বারশুইস।
টসে জিতে প্রথমে বোলিং বেছে নেন মেলবোর্ন রেনেগেডস এবং সিডনি সিক্সার্সকে আমন্ত্রন জানায় ব্যাটিং এর জন্য। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালই করেছিলেন সিডনি সিক্সার্সের ওপেনাররা। কিন্তু দলীয় ৩২ রানের মাথায় পড়ে তাদের প্রথম উইকেট। ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন তাদের ওপেনার কার্টিস প্যাটারসন। ৩ চারের সাহায্যে করেছিলেন ১৬ বলে ১৭ রান। এরপর আরেক ওপেনার জশ ফিলিপের সাথে মাঠে নামে জেমস ভিন্স। তারা দুইজন মিলে দলীয় রানকে নিয়ে যায় ৯১ রানে। কিন্তু দুর্ভাগ্যবশত ক্যাচ আউট হয়ে মাঠ থেকে বিদায় নেন জশ ফিলিপ। যিনি সিডনি সিক্সার্সের হয়ে সবথেকে বেশি রান করেছিলেন। আউট হওয়ার আগে ৫ চার ও ২ ছয়ের সাহায্যে ৪০ বলে ৫৫ রান করেছিলেন এই উইকেটরক্ষক। তারপর শুরু হয় তাদের উইকেট পতনের মিছিল। নিয়মিত বিরতিতে পরতে থাকে উইকেট। জশ ফিলিপ আউট হওয়ার পর মাঠে নামে অধিনায়ক ময়েসেস হেনরিকস। কিন্তু ১ বলে ১ রান করে রান আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। এর ২ ওভার পরেই বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন জেমস ভিন্স, ১ চারের সাহায্যে ২৩ বলে করেছিলেন ২৬ রান। ১৭ তম ওভারের ৪র্থ বলে মাঠ থেকে বিদায় নেন ৮ বলে ৭ রান করা ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। ২ চারের সাহায্যে ১৭ বলে ১৯ রান করেন জর্ডান সিল্ক। ২ বল খেলে ১ রান করেন হেইডেন কের। ১ রান করে মাঠ ছাড়েন শন অ্যাবট। এছাড়া ২ চারের সাহায্যে ৬ বল খেলে ১৩ রানে অপরাজিত ছিলেন জ্যাকসন বার্ড এবং ৫ বল খেলে ৬ রানে অপরাজিত ছিলেন বেন দ্বারশুইস। শেষে ৩ রান এক্সট্রা সহ ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করেন তারা।
মেলবোর্ন রেনেগেডসের পক্ষে ৪ ওভারে ২৯ রান খরচায় ৩টি উইকেট নেন মুজিব উর রহমান। এছাড়া ২টি করে উইকেট নেন কেন রিচার্ডসন ও উইল সাদারল্যান্ড।
১৪৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ১০ উইকেট হারিয়ে গুটিয়ে যায় মেলবোর্ন রেনেগেডস। তাদের হয়ে সব থেকে বেশি রান করেন অ্যারন ফিঞ্চ। ৫ চারের সাহায্যে ৩৫ বলে ৩৬ রান করেন তিনি। ৩ চার ও ১ ছয়ের সাহায্যে ২৫ বলে ২৮ রান করেন শন মার্শ। উইল সাদারল্যান্ড করেন ৮ বলে ১৩ রান, সাথে মেরেছিলেন ১টি ছয় ও ১টি চার। ৮ বলে ১৪ রান করেন টম রজার্স। এছাড়া আর কেউই ১০ রানের গণ্ডি পাড় করতে পারেন নেই। মার্টিন গাপটিল মারেন গোল্ডেন ডাক, নিক ম্যাডিনসন করেন ১ রান, জনাথন ওয়েলস ১, পিটার হ্যান্ডসকম্ব ৩, আকিল হোসেইন ৩,মুজিব উর রহমান ০, এবং কেন রিচার্ডসন করেন ৮ রান। শেষে ৮ রান এক্সট্রা সহ ১১৫ রানে থামে তাদের ইনিংস।
সিডনি সিক্সার্সের পক্ষে ৪ ওভারে ১৭ রান খরচায় ৪টি উইকেট নেন বেন দ্বারশুইস। ২টি করে উইকেট নেন শন অ্যাবট, এবং হেইডেন কের। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন জ্যাকসন বার্ড এবং টড মারফি।
সিডনি সিক্সার্স বনাম মেলবোর্ন রেনেগেডস এর স্কোরবোর্ড
সিডনি সিক্সার্স – ১৪৯/৮ (২০.০)
মেলবোর্ন রেনেগেডস – ১১৫/১০ (১৯.০)
ফলাফল – সিডনি সিক্সার্স ৩৪ রানে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – বেন দ্বারশুইস
সিডনি সিক্সার্স বনাম মেলবোর্ন রেনেগেডস ম্যাচের একাদশ
সিডনি সিক্সার্স | ময়েসেস হেনরিকস (অধিনায়ক), জশ ফিলিপ (উইকেটরক্ষক), জেমস ভিন্স, কার্টিস প্যাটারসন, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, জর্ডান সিল্ক, শন অ্যাবট, হেইডেন কের, জ্যাকসন বার্ড, বেন দ্বারশুইস, টড মারফি |
মেলবোর্ন রেনেগেডস | নিক ম্যাডিনসন (অধিনায়ক), পিটার হ্যান্ডসকম্ব (উইকেটরক্ষক), শন মার্শ, মার্টিন গাপটিল, জনাথন ওয়েলস, অ্যারন ফিঞ্চ, উইল সাদারল্যান্ড, আকিল হোসেইন, কেন রিচার্ডসন, টম রজার্স, মুজিব উর রহমান |