BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ৩১ ডিসেম্বর: বিবিএল ২০২২/২৩ (ম্যাচ ২২) – সিডনি থান্ডার বনাম হোবার্ট হারিকেনস

Cricket Highlights, 31 Dec: BBL 2022/23 (Match 22) – Sydney Thunder vs Hobart Hurricanes

Cricket Highlights, 31 Dec: BBL 2022/23 (Match 22) – Sydney Thunder vs Hobart Hurricanes

সিডনি থান্ডার বনাম হোবার্ট হারিকেনস (ম্যাচ ২২) – হাইলাইটস

বিবিএল ২০২২/২৩ এর ২২তম ম্যাচে অ্যালবেরির ল্যাভিংটন স্পোর্টস গ্রাউন্ডে অলিভার ডেভিসের বিধ্বংসী ইনিংসের সৌজন্যে হোবার্ট হারিকেনস এর বিপক্ষে ৬২ রানের বড় জয় পেয়েছে সিডনি থান্ডার। সমান সংখ্যক ৫ চার ও ৫ ছক্কায়, ৩২ বলে ৬৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অলিভার ডেভিস।

টসে জিতে হোবার্ট হারিকেনস এর অধিনায়ক ম্যাথু ওয়েড প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং সিডনি থান্ডারকে ব্যাটিং করতে পাঠান। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৮ রানের বিশাল স্কোর সংগ্রহ করে সিডনি থান্ডার। জবাবে ১৭ ওভারে ১৬৬ রান তুলতেই অল-আউট হয়ে যায় হোবার্ট হারিকেনস।

তবে সিডনি থান্ডারের এই জয়ে অন্যতম ভুমিকা পালন করেছেন পেসার ব্রেন্ডন ডগেট এবং ব্যাটার অ্যালেক্স হেলস। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে সিডনি থান্ডারের দুই ওপেনার ম্যাথু গিলকেস এবং অ্যালেক্স হেলস। মাত্র তিন ওভারে ৩৬ রান তুলে নেয় তারা। যেখানে একাই ১৬ বলে ৩৩ রান করেন উইকেট রক্ষক ব্যাটার গিলকেস। তাঁর বিদায়ের পর উইকেটে আসেন রাইলি রুশো।

রুশো ১৪ বলে ১৮ রান করে আউট হয়ে যান। তবে উইকেটের অপরপ্রান্তে নিজের খেলা চালিয়ে যেতে থাকেন হেলস। তাঁর যোগ্য সঙ্গী হিসেবে উইকেটে আসেন অলিভার ডেভিস। এই দুজন মিলে ৩য় উইকেটে ৫২ বলে ১০৫ রানের দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন। ৩২ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলীয় ১৭৯ রানে প্যাভিলিয়নে ফিরেন অলিভার।

কিন্তু অপরপ্রান্তে দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন হেলস। তিনি শেষ পর্যন্ত ইনিংসের শেষ ওভারে ৪৫ বলে ৭৭ রানের কার্যকারী ইনিংস খেলে সাজঘরে ফিরেন। তাঁর ইনিংসে ছিল ৫টি চারের সাথে ৪টি ছক্কার মার। নাথান ম্যাকঅ্যান্ড্রু ৪ বলে ১০ রান করে অপরাজিত ছিলেন। হোবার্ট হারিকেনস এর হয়ে নাথান এলিস সর্বাধিক ৪টি উইকেট তুলে নেন। এছাড়া রাইলি মেরেডিথ ২টি উইকেট শিকার করেন।

২২৯ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে শুরুটা ভালোই করেছিল হোবার্ট হারিকেনসের ব্যাটাররা। পাওয়ার প্লে ১ এর ৪ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ৩৯ রান তুলে নেয় তারা। তবে হারিকেনস শিবিরে প্রথম আঘাত হানেন ব্রেন্ডন ডগেট। ইনিংসের ৩য় ওভারেই তাঁর শিকার হয়ে দলীয় ৭ রানে সাজঘরে ফিরেন ওপেনার ডি আর্সি শর্ট (২)।

এরপর ২য় উইকেটে ম্যাথু ওয়েড এবং কালেব জুয়েল মিলে ৩২ বলে ৭২ রানের জুটি গড়ে তোলেন। যেখানে ওয়েডই মূলত বোলারদের উপর চড়াও হয়ে উঠেন। জুয়েল ২০ রান করে আউট হয়ে গেলে উইকেটে আসেন টিম ডেভিড। দুজন মিলেই দলকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু বেন কাটিং এর শিকার হয়ে ওয়েড প্যাভিলিয়নে ফিরে গেলে তাদের রানের গতি মন্থর হয়ে পড়ে।

২ চার ও ৬ ছক্কায়, ৩০ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ওয়েড। এরপর ১৫ বলে ২৫ রান করে ডেভিড দুর্ভাগ্যবশত রান আউট হয়ে গেলে ম্যাচ থেকে ছিটকে পড়ে হোবার্ট হারিকেনস। এরপর আর কোন ব্যাটারই তাদের ম্যাচে ফিরাতে পারেনি। শেষ পর্যন্ত বোলারদের বোলিং তোপে ১৭ ওভারে ১৬৬ রান তুলতেই থেমে যায় হোবার্ট হারিকেনসের ইনিংস।

সিডনি থান্ডারের পক্ষে ব্রেন্ডন ডগেট সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন। এছাড়া বেন কাটিং ২টি এবং ক্রিস গ্রিন, নাথান ম্যাকঅ্যান্ড্রু ও উসমান কাদির ১টি করে উইকেট তুলে নেন।

সাত ম্যাচে চার জয় ও তিন হার নিয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থানে উঠে এসেছে সিডনি থান্ডার। অপরদিকে পাঁচ ম্যাচে দুই জয় ও তিন পরাজয় নিয়ে হোবার্ট হারিকেনস এখন পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে।


সিডনি থান্ডার বনাম হোবার্ট হারিকেনস এর স্কোরবোর্ড

সিডনি থান্ডার – ২২৮/৬ (২০.০)

হোবার্ট হারিকেনস – ১৬৬/১০ (১৭.০)

ফলাফল – সিডনি থান্ডার ৬২ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – অলিভার ডেভিস



সিডনি থান্ডার বনাম হোবার্ট হারিকেনস ম্যাচের একাদশ

সিডনি থান্ডার ক্রিস গ্রিন (অধিনায়ক), ম্যাথু গিলকেস (উইকেট রক্ষক), অ্যালেক্স হেলস, রাইলি রুশো, ড্যানিয়েল সামস, অলিভার ডেভিস, অ্যালেক্স রস, নাথান ম্যাকঅ্যান্ড্রু, ব্রেন্ডন ডগেট, বেন কাটিং এবং উসমান কাদির।
হোবার্ট হারিকেনস ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেট রক্ষক), ডি আর্সি শর্ট, শাদাব খান, টিম ডেভিড, কালেব জুয়েল, আসিফ আলী, জোয়েল প্যারিস, জেমস নিশাম, নাথান এলিস, রাইলি মেরেডিথ এবং প্যাট্রিক ডুলি।
Exit mobile version