সিডনি থান্ডার বনাম ব্রিসবেন হিট (ম্যাচ ১৭) – হাইলাইটস
গতকাল (মঙ্গলবার) হওয়া বিবিএল ২০২২/২৩ এর ১৭ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সিডনি থান্ডার ও ব্রিসবেন হিট। ঐ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে কোনোরকম এক লক্ষ্য দাড় করায় ব্রিসবেন হিট। কিন্তু ২য় ইনিংসে ব্যাটিং এ নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হয়ে যাওয়ার অনেক আগেই লক্ষ্যে পৌঁছে যায় সিডনি থান্ডার। সেই সাথে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে আছে সিডনি থান্ডার এবং ম্যাচ হেরে টেবিলের তলানিতে আছে ব্রিসবেন হিট। এছাড়া দুর্দান্ত ব্যাটিং এর সুবাদে সিডনি থান্ডার-এর হয়ে ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব জিতে নেন ম্যাথিউ গিলকেস।
টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ব্রিসবেন হিট এবং সিডনি থান্ডারকে আমন্ত্রন জানায় বোলিং এর জন্য। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভাল করেন নেই ব্রিসবেন হিটারের ওপেনাররা। দলীয় ২৬ রানের মাথায় তারা হারায় ৩টি উইকেট। এর মধ্যে ২য় ওভারেই পড়ে তাদের ১ম উইকেট। ৭ বল খেলে মাত্র ১ রান করে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন ম্যাক্স ব্রায়ান্ট। এরপর মাঠ থেকে বিদায় নেন ম্যাট রেনশ, ১০ বলে করেছিলেন ৯ রান। এর ৪ বল পরেই আবারও ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন স্যাম বিলিংস, করেছিলেন মাত্র ৪ বলে ১ রান। এরপর কলিন মুনরোর সাথে মাঠে নামেন তাদের অধিনায়ক জিমি পিয়ারসন। তারা দুইজন মিলে উইকেটের পতন থামায়। কিন্তু তাতে কোনোও লাভ হয় নেই, দলীয় ৭৭ রানের মাথায় পড়ে তাদের ৪র্থ উইকেট। ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান তাদের অধিনায়ক জিমি পিয়ারসন। ৩ চারের সাহায্যে ২৪ বলে করেছিলেন ২৭ রান। তিনি আউট হওয়ার পর ১৬ তম ওভারে পড়ে আরও ২ উইকেট। মাঠ থেকে বিদায় নেন তাদের হয়ে সবথেকে বেশি রান করা কলিন মুনরো। আউট হওয়ার আগে ৩ চার ও ১ ছয়ের সাহায্যে ৪৭ বলে ৪৩ রান করেছিলেন তিনি। তার পরের বলেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন, মাইকেল নেসার। এছাড়া ১৭ বলে ২৮ রানে অপরাজিত ছিলেন জেভিয়ের বার্টলেট, সাথে মেরেছিলেন ৪টি চার। ১০ বল খেলে ৮ রানে অপরাজিত ছিলেন রস হোয়াইটলি। শেষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে, ৪ রান এক্সট্রা সহ ১২১ রান করেছিলেন তারা।
সিডনি থান্ডার-এর হয়ে ৪ ওভারে ১৪ রান খরচায় ২ টি উইকেট নেন ক্রিস গ্রিন। এবং ৪ ওভারে ২৭ রান খরচায় ২টি উইকেট নেন ড্যানিয়েল সামস। এছাড়া ১টি করে উইকেট নেন নাথান ম্যাকঅ্যান্ড্রু ও উসমান কাদির।
১২২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে কোনো উইকেট না হারিয়েই ৮ ওভার এবং ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিডনি থান্ডাররা। দুর্দান্ত ব্যাটিং করেছিলেন তাদের দুই ওপেনার ম্যাথু গিলকেস ও অ্যালেক্স হেলস। ৩৪ বলে ৫৬ রানের দারুন এক ইনিংস খেলেন ম্যাথু গিলকেস। তার এই ৫৬ রানের ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৩টি ছয় দিয়ে। আরেক ওপেনার অ্যালেক্স হেলস করেন ৩৬ বলে ৫৯ রান। তার ইনিংসে ছিল ১০টি চার। দুইজনের রান রেট ছিল ১৬৪.৭১ এবং ১৬৩.৮৯। শেষে ৯ রান এক্সট্রা সহ ১২৪ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন তারা।
ব্রিসবেন হিটের হয়ে ৩ ওভারে ৪০ রান দেন মিচেল সুইপসন এবং ৩ ওভারে ৩১ রান দেন মাইকেল নেসার।
সিডনি থান্ডার বনাম ব্রিসবেন হিট এর স্কোরবোর্ড
সিডনি থান্ডার – ১২৪/০ (১১.৪)
ব্রিসবেন হিট – ১২১/৬ (২০.০)
ফলাফল – সিডনি থান্ডার ১০ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – ম্যাথিউ গিলকেস
সিডনি থান্ডার বনাম ব্রিসবেন হিট ম্যাচের একাদশ
সিডনি থান্ডার | ক্রিস গ্রিন (অধিনায়ক), ম্যাথু গিলকেস (উইকেটরক্ষক), রিলি রোসো, অ্যালেক্স হেলস, ড্যানিয়েল সামস, অলিভার ডেভিস, নাথান ম্যাকঅ্যান্ড্রু, অ্যালেক্স রস, ব্রেন্ডন ডগেট, গুরিন্দর সান্ধু, উসমান কাদির। |
ব্রিসবেন হিট | জিমি পিয়ারসন (অধিনায়ক এবং উইকেটরক্ষক), কলিন মুনরো, ম্যাক্স ব্রায়ান্ট, স্যাম বিলিংস, ম্যাট রেনশ, মাইকেল নেসার, রস হোয়াইটলি, মার্ক স্টেকিটি, জেভিয়ের বার্টলেট, মিচেল সুইপসন, ম্যাথু কুহনিম্যান |