BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৩ এপ্রিল: আইপিএল ২০২২ (ম্যাচ ১১), দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ (১ম টেস্ট – ৪র্থ দিন)

Match 11 CSK vs PBKS ft

আইপিএল ২০২২ হাইলাইটস, ম্যাচ ১১ সিএসকে বনাম পিবিকেএস

আইপিএল ২০২২ – ম্যাচ ১১ (সিএসকে বনাম পিবিকেএস)

বৃহস্পতিবার আইপিএল ২০২২ এর ১১তম ম্যাচে মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে লিয়াম লিভিংস্টোনের ঝড়ো ইনিংসের সৌজন্যে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিপক্ষে ৫৪ রানের বড় জয় পেয়েছে পাঞ্জাব কিংস (পিবিকেএস)। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে পিবিকেএস।

পিবিকেএস এর পক্ষে লিভিংস্টোন ৫ চার ও ৫ ছক্কায়, ৩২ বলে সর্বোচ্চ ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এছাড়া শিখর ধাওয়ান ২৪ বলে ৩৩ এবং জিতেশ শর্মা ১৭ বলে ২৬ রান করে সাজঘরে ফিরেন। সিএসকে এর হয়ে ক্রিস জর্ডান এবং ডোয়াইন প্রিটোরিয়াস সর্বাধিক ২টি করে উইকেট তুলে নেন।

১৮১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে পিবিকেএস এর বোলারদের অসাধারণ বোলিং আক্রমণে ১৮ ওভারে ১২৬ রান তুলতেই অল-আউট হয়ে যায় সিএসকে। দলের পক্ষে ৩০ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন শিবম দুবে। এমএস ধোনি ২৩ এবং রবিন উথাপ্পা ও আম্বাতি রায়ডু উভয়ই ১৩ রান করে করেন। এছাড়া সিএসকে এর হয়ে আর কোন ব্যাটার দুই অঙ্কের স্কোর স্পর্শ করতে পারেনি। পিবিকেএস এর হয়ে রাহুল চাহার সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া বৈভব অরোরা এবং লিভিংস্টোন ২টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে উঠে এসেছে পাঞ্জাব কিংস। অপরদিকে পরাজিত হয়ে চেন্নাই সুপার কিংস এখন পয়েন্ট টেবিলের ৯ম স্থানে অবস্থান করছে।

স্কোরবোর্ড

পাঞ্জাব কিংস – ১৮০/৮ (২০.০)

চেন্নাই সুপার কিংস – ১২৬/১০ (১৮.০)

ফলাফল – পাঞ্জাব কিংস ৫৪ রানে জয়ী   

প্লেয়ার অফ দ্য ম্যাচ – লিয়াম লিভিংস্টোন


দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ (প্রথম টেস্ট – ৪র্থ দিন)

ডারবানের কিংসমিডে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে মাত্র ২০৪ রানে অলআউট করে ২৭৪ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ দল। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় সফরকারীরা। তামিম ইকবালের অনুপস্থিতিতে সুযোগ পাওয়া ওপেনার সাদমান ইসলাম প্রথমেই ‘ডাক’ মেরে দলীয় ৪ রানে সাজঘরে ফিরেন। 

অন্যদিকে প্রথম ইনিংসে অসাধারণ সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় (৪) কেশব মহারাজের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেন। অধিনায়ক মমিনুল হকও ব্যর্থতার ধারা অব্যাহত রেখে ২ রানে আউট হন। ফলে ৬ ওভারে ৩ উইকেটে ১১ রান তুলে ৪র্থ দিনের খেলা শেষ করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ৫ এবং মুশফিকুর রহিম ০ রানে অপরাজিত আছেন। 

চতুর্থ দিন ৭৫ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে ৪৮ রান তুলতেই ৫১ বলে ৮ রান করা সারেল এরউয়িকে সাজঘরে ফেরান এবাদত হোসেন। এরপর ৭৩ বলে ফিফটি তুলে নেন অধিনায়ক ডিন এলগার। কিন্তু এলগারকে (৬৪) প্যাভিলিয়নে ফিরিয়ে ২য় উইকেটে ৬৮ রানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ।

প্রোটিয়া দূর্গে তৃতীয় আঘাত হানেন মেহেদী হাসান। দলীয় ১২৬ রানে তার ঘূর্ণিতে মাহমুদুলের তালুবন্দি হন কিগান পিটারসেন (৩৬)। এরপর দ্রুতই উইকেট হারায় প্রোটিয়ারা। টেম্বা বাভুমা (৪), কাইল ভেরেইনা (৬), উইয়ান মুল্ডার (১১), কেশব (৫) সাজঘরে ফিরেন। নুরুল হাসানের দারুণ থ্রোতে সাইমন হারমার (১১), লিজাড উইলিয়ামস (০) দ্রুত প্যাভিলিয়নে ফিরেন। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন মেহেদী ও এবাদত। এছাড়া তাসকিন ২টি উইকেট তুলে নেন।

আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের প্রায় ১৫ মিনিট আগেই শেষ হয়েছে ৪র্থ দিনের খেলা। সফরকারীদের জয়ের জন্য আগামীকাল পঞ্চম দিনে প্রয়োজন আরো ২৬৩ রান। ড্র করতে হলে খেলতে হবে পুরো ৯০ ওভার।

স্কোরবোর্ড

দক্ষিণ আফ্রিকা (১ম ইনিংস) – ৩৬৭/১০ (১২১.০)

বাংলাদেশ (১ম ইনিংস) – ২৯৮/১০ (১১৫.৫)

দক্ষিণ আফ্রিকা (২য় ইনিংস) – ২০৪/১০ (৭৪.০)

বাংলাদেশ (২য় ইনিংস) – ১১/৩ (৬.০)

Exit mobile version