BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৮ মে: আইপিএল ২০২২ – ম্যাচ ৫৫ (সিএসকে বনাম ডিসি)

CSK vs DC banner

সিএসকে বনাম ডিসি

সিএসকে বনাম ডিসি এর ম্যাচ হাইলাইটস

রবিবার আইপিএল ২০২২ এ ডাবল-হেডারের ২য় ম্যাচে নাবি মুম্বাইয়ের ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে ডেভন কনওয়ে’র অনবদ্য ইনিংসের সুবাদে দিল্লি ক্যাপিটালসের (ডিসি) বিপক্ষে ৯১ রানের এক বড় জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এমএস ধোনি অধিনায়কত্ব গ্রহণের পর এই নিয়ে ২য় জয়ের দেখা পেল তারা।

টসে জিতে ডিসি এর অধিনায়ক ঋষভ পন্ত বোলিং করার সিধান্ত নেন এবং সিএসকে’কে ব্যাটিং করতে পাঠান। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেন সিএসকে এর দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে। পাওয়ার প্লের ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ৫৭ রান তুলে নেয় তারা।  

এই দুজন মিলে ১১০ রানের বিশাল উদ্বোধনী জুটি গড়ে তোলেন। মূলত এই জুটিই সিএসকে বড় স্কোরের ভিত তৈরি করে দেয়। ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ৩৩ বলে ৪১ রান করে সাজঘরে ফিরে গেলে উইকেটে আসেন শিবম দুবে। তিনি ১৯ বলে ৩২ রান করেন।

তবে এর মাঝে ডেভন কনওয়ে রীতিমত ঝড় তোলেন। ৪৯ বলে তিনি খেলেন ৮৭ রানের টর্নেডো গতির এক ইনিংস। ৭টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন তিনি। তাঁর বিদায়ের পর আম্বাতি রায়ডু (৫), মঈন আলী (৯) এবং রবিন উথাপ্পা (০) একে একে সাজঘরে ফিরে যান।

কিন্তু শেষ দিকে এম এস ধোনি ৮ বলে অপরাজিত ২১ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। যার সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রানের বিশাল স্কোর সংগ্রহ করে সিএসকে। 

ডিসি’র হয়ে আনরিখ নর্কিয়া ৪ ওভারে ৪২ রান দিয়ে সর্বাধিক ৩টি উইকেট শিকার করেন। এছাড়া খলিল আহমেদ ২টি ও মিচেল মার্শ ১টি উইকেট তুলে নেন।

২০৯ রানের বড় স্কোর তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ডিসি। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৯ রান তুলে নেয় তারা। কিন্তু সিএসকে এর আগ্রাসী বোলিং আক্রমণের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঋষভ পন্তের দল।

নিয়মিত ডিসি ওপেনার পৃথ্বী শ এর অনুপস্থিতে দলে জায়গা পাওয়া শ্রীকর ভরত (৫ বলে ৮ রান) ভালো ইনিংস খেলেতে ব্যর্থ হন। ডেভিড ওয়ার্নারও ১২ বলে ১৯ রান করে সাজঘরে ফিরে যান। এরপর মিচেল মার্শ এবং ঋষভ পন্ত দলকে ম্যাচে ফিরানোর চেষ্টা করেছিলেন।

এই দুই ব্যাটার তৃতীয় উইকেট জুটিতে ১৯ বলে ৩৬ রান তুলেছিলেন। কিন্তু সিএসকে এর স্পিনার মঈন আলীর ঘূর্ণি জাদুতে এই দুজনই প্যাভিলিয়নের পথ ধরেন। মিচেল মার্শ ২০ বলে ২৫ এবং ঋষভ পন্ত ১১ বলে ২১ রান করেন।

এরপর উইকেটে ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে শার্দুল ঠাকুরের (১৯ বলে ২৪ রান) ইনিংসটি ছাড়া বলার মতো আর কোনো ব্যাটার রান তুলতে পারেনি। যার ফলশ্রুতি, শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে ১১৭ রান তুলতেই অল-আউট হয়ে যায় ডিসি। 

সিএসকে’র হয়ে মঈন আলী ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া সিমারজিৎ সিং, মুকেশ চৌধুরী, ও ডোয়াইন ব্রাভো ২টি এবং মহেশ থিকশানা ১টি করে উইকেট তুলে নেন।

১১ ম্যাচে চার জয় ও সাত হার নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। অপরদিকে, ১১ ম্যাচে ৫ জয় ও ৬ পরাজয় নিয়ে দিল্লি ক্যাপিটালস এখন স্ট্যান্ডিংয়ের ৫ম স্থানে রয়েছে।


সিএসকে বনাম ডিসি এর স্কোরবোর্ড

চেন্নাই সুপার কিংস – ২০৮/৬ (২০.০)

দিল্লি ক্যাপিটালস – ১১৭/১০ (১৭.৪)

ফলাফল – চেন্নাই সুপার কিংস ৯১ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ডেভন কনওয়ে



সিএসকে বনাম ডিসি এর ম্যাচের এওয়ার্ড

এওয়ার্ড এর নাম খেলোয়াড়ের নাম দল
সুপার স্ট্রাইকার অফ দ্য ম্যাচ ঋষভ পন্ত ডিসি
গেমচেঞ্জার অফ দ্য ম্যাচ ডেভন কনওয়ে সিএসকে
লেট’স ক্র্যাক ইট সিক্স ডেভন কনওয়ে সিএসকে
ফাস্টেস্ট ডেলিভারি অফ দ্য ম্যাচ আনরিখ নর্কিয়া ডিসি
মোস্ট ভ্যালুয়েবল এসেট অফ দ্য ম্যাচ ডেভন কনওয়ে সিএসকে
পাওয়ার প্লেয়ার অফ দ্য ম্যাচ ডেভন কনওয়ে সিএসকে
অন-দ্য-গো ৪’স অফ দ্য ম্যাচ ডেভন কনওয়ে সিএসকে
ম্যান অফ দ্য ম্যাচ ডেভন কনওয়ে সিএসকে
Exit mobile version