BJ Sports – Cricket Prediction, Live Score

সাম্প্রতিক টি20 বিশ্বকাপের রানার্সআপ কিউইরা ভারতের মাটিতে ভারতীয়দের মুখোমুখি হবে

আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ড ক্রিকেট দল এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারত সফরে রয়েছে। এই সফরটি আগামীকাল ১৭ই নভেম্বর জয়পুরের সয়াই মানসিং স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। সিরিজের ২য় ম্যাচটি ১৯শে নভেম্বর রাঁচি’র জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে এবং ৩য় ম্যাচটি ২১শে নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে। 

২০০৭ সাল থেকে নিউজিল্যান্ড ও ভারত মোট ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে নিউজিল্যান্ড ৯টি ম্যাচে এবং ভারত ৮টি ম্যাচে জয় লাভ করেছে। সর্বশেষ আইসিসি মেনস টি20 বিশ্বকাপ ২০২১ এর ২৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী হয়েছিল। এছাড়া ২০২০ সালের জানুয়ারি মাসে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল তাঁরা। যেখানে পাঁচ ম্যাচের ঐ সিরিজে ব্ল্যাক ক্যাপসদেরকে হোয়াইট ওয়াশ করেছিল ম্যান ইন ব্লুরা।

নিউজিল্যান্ড সর্বশেষ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে। যেখানে কিউইরা সিরিজটি ৩-২ এ পরাজিত হয়েছিল। অপরদিকে ভারত তাঁদের শেষ ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলেছিল স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে, যেখানে লঙ্কানদের কাছে ভারত ২-১ এ পরাজিত হয়।

সর্বশেষ ৫টি টি-টোয়েন্টি সিরিজের মধ্যে ভারত এবং নিউজিল্যান্ড উভয় দলই ৪টি করে সিরিজ জয় লাভ করেছে। টি20 বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা রানার-আপ নিউজিল্যান্ড দলের খেলোয়াড়রা এখন আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে উঠেছে এবং তাঁরা এখন তাদের এই পারফরম্যান্স ধরে রাখতে চাইবে। 

অপরদিকে সংযুক্ত আরব আমিরাতে টি20 বিশ্বকাপের সুপার ১২ থেকে বাদ পড়ায় ভালো সময় কাটেনি ভারতের। তবে এইবার ম্যান ইন ব্লুদের ঘরের মাটিতে খেলা। তাঁরা অবশ্যই সিরিজটিকে স্মরণীয় করে রাখতে তাঁদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে।

উল্লেখ্য আইসিসি এর টি-টোয়েন্টি রাঙ্কিং এ ভারতের অবস্থান ২য় এবং নিউজিল্যান্ড ৪র্থ স্থানে রয়েছে। তাই পয়েন্ট টেবিলের শক্ত অবস্থান তৈরি করতে হলে কিউদের এই সিরিজে পরিশ্রম করতে হবে।

টি-20 দলের স্কোয়াড:

ভারত – রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, ঋতুরাজ গায়কোয়াড়, ঋষভ পন্ত, ভেঙ্কটেশ আইয়ার, ইশান কিষান, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, আবেশ খান, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ড – টিম সাউদি (অধিনায়ক), মার্টিন গাপটিল, মার্ক চ্যাপম্যান, টড অ্যাস্টল, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ড্যারেল মিচেল, টিম সেফার্ট, গ্লেন ফিলিপস, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, লকি ফার্গুসন, ইশ সোধি, অ্যাডাম মিলনে

ভারত ও নিউজিল্যান্ড টি-২০ ম্যাচের সময়সূচি:
১ম টি২০ – ১৭ নভেম্বর, সয়াই মানসিং স্টেডিয়াম, জয়পুর, ১৯:৩০ (জিএমটি +৬)
২য় টি২০ – ১৯ নভেম্বর, জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্স, রাঁচি, ১৯:৩০ (জিএমটি +৬)
৩য় টি২০ – ২১ নভেম্বর, ইডেন গার্ডেন, কলকাতা, ১৯:৩০ (জিএমটি +৬)

শীঘ্রই মাঠে গড়াতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ। এটি সম্পর্কে আরও আপডেটের জন্য, Baji –র সাথেই থাকুন! 

Exit mobile version