১ মার্চ থেকে মাঠের ২২ গজে শুরু হচ্ছে বাংলাদেশ – ইংল্যান্ড ক্রিকেট লড়াই। এই সময় মাঠের ক্রিকেট নিয়েই আলোচনা হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে বইছে উত্তপ্ত হাওয়া। মাঠের ক্রিকেটের আলোচনার থেকেও বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবাল এর দ্বন্দ্ব নিয়ে। প্রশ্ন উঠেছে মাঠের পারফরম্যান্সেও এর প্রভাব পড়বে নাতো? টাইগারদের বড় দুই ক্রিকেট সুপারস্টারকে কোচ হাথুরুসিংহে ঠিকভাবে সামলাতে পারবেন তো?
বাইশ গজে যেমন সাকিব – তামিমের রাজত্ব চলে, তেমনি ড্রেসিংরুমেও সিনিয়র ক্রিকেটার তারা। তবে সেই দুই সিনিয়র ক্রিকেটারের সম্পর্ক যখন অম্লমধুর হয়, তখন তো বিষয়টি চিন্তার হয়ে দাঁড়ায়। সম্প্রতি দলের ভেতরের খবর ফাঁস করেছেন , বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
এতদিন সাকিব – তামিমের সম্পর্কের টানাপোড়নের খবর ছিলো ওপেন সিক্রেট । টাইগার ক্রিকেট পাড়ায়, এ নিয়ে আলোচনা – সমালোচনাও কম হয়নি। তবে সেটা ছিল কেবলই গুঞ্জন। এবার বোর্ড সভাপতির তরফ থেকে জানা গেল, ড্রেসিংরুমে এই দুই ক্রিকেটারের সম্পর্কের বিষয়টি। দীর্ঘদিনের এই সমস্যা, সমাধানের চেষ্টাও করেছেন বলে জানালেন পাপন। তবে সেই চেষ্টায় ব্যর্থই হতে হয়েছে তাকে।
সাকিব – তামিমের সম্পর্কের বিষয়ে এক সাক্ষাৎকারে পাপন বলেন, ” আমাদের ড্রেসিংরুম অস্বাস্থ্যকর। সাকিব এবং তামিমের মধ্যে ফাটল আছে। বিষয়টি আমি সমাধানের চেষ্টা করেছি। দুজনের সঙ্গে কথা বলেও, নিষ্পত্তি করতে পারিনি। তবে কোনো সিরিজ বা ম্যাচ খেলার সময়, দুজনের মধ্যে ভালো সম্পর্ক থাকে। মাঠের বাইরের অবস্থা আমাদের দেখার বিষয় না। কিন্তু ড্রেসিংরুমের পরিবেশ ভালো থাকতে হবে। “
বিসিবি সভাপতির সাক্ষাৎকার মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। এরপরেই তোলপাড় শুধু হয় দেশের ক্রিকেটে। একটা সময় সাকিব – তামিম একে অপরের ভালো বন্ধু হিসেবে পরিচিত ছিলো। পাশাপাশি ফ্লাটে দুইজনে বসবাস ও করতেন। দুজনের মধ্যে কি এমন হলো যে মাঠের বাইরে দুজনের কথাই বন্ধ? এমন প্রশ্নই এখন দেশের ক্রিকেটে।
বাংলাদেশ দলকে এগিয়ে নিতে গ্রুপিং বন্ধ করা জরুরী বলে মনে করছেন পাপন। বিসিবি সভাপতি সাক্ষাৎকারে বলেছেন, ” বর্তমানে আমাদের দলের সবচেয়ে বড় সমস্যা গ্রুপিং। তাদের (সাকিব – তামিম) সম্পর্ক যেমন দেখি আর শুনি, আমার বিশ্বাস করতে কষ্ট হয়। আমাদের ক্রিকেটের ভালো একটি ভবিষ্যৎ চাইলে, গ্রুপিং সমস্যার নিষ্পত্তি করা দরকার। কারণে, এখানে সবাই জেতার মতো খেলোয়াড়। “
সাকিব – তামিমের দ্বন্দ্বের খবর এখন টক অব দ্যা কান্ট্রি। তবে ইংল্যান্ড – বাংলাদেশ যখন মাঠের লড়াইয়ে নামছে ঠিক সেই মুহুর্তে বিসিবি সভাপতি কেন এই ধরনের বিস্ফোরক সাক্ষাৎকার দিলেন, এটা নিয়ে চারদিকে এখন আলোচনা সমালোচনা চলছে।সাবেক ক্রিকেটার থেকে শুরু করে, ক্রিকেট ভক্তদের অনেকেই মনে করছেন এই সময়ে বিসিবি সভাপতির এমন সাক্ষাৎকার দলের ভেতর অস্বস্তি আরো বাড়াবে।
এদিকে নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহে আসার পর, শুরুর দিকে মাঠে দেখা যায়নি সাকিবকে। অপরদিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তামিম বাহিনী। ১ মার্চ থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। আর মহাগুরুত্বপূর্ণ এই সিরিজের আগে দলের দুই সেরা তারকাকে নিয়ে বোর্ড সভাপতির এমন ভক্তব্য, দলে কতটুকু প্রভাব ফেলে কে জানে! ইংল্যান্ডের বিপক্ষে লড়ার পাশাপাশি সাকিব – তামিমকে সামলানো ও এখন হাথুরুসিংহের বড় চ্যালেঞ্জ।