BJ Sports – Cricket Prediction, Live Score

সাকিব আল হাসানের মাথায় বলের আঘাত! ছাড়লেন মাঠ

Shakib Al Hasan

সাকিব আল হাসান

এশিয়া কাপের আগে টিম বাংলাদেশে একের পর এক দুঃসংবাদ ।চোট যেন পিছু ছাড়ছেই না বাংলাদেশকে।গত জিম্বাবুয়ে সফরে যেয়ে ইনজুরিতে পড়েন লিটন দাস, সোহান। এশিয়া কাপ থেকে চোটের কারনে ছিটকেও গেছেন লিটন। সোহান শেষ পর্যন্ত এশিয়া কাপ খেলতে পারবেন কিনা সেই প্রশ্নও ঘুরেফিরে আসছে।অনুশীলনে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদও। 

দলে ফের বড় ধাক্কা। মাথায় বলের আঘাত পেয়েছেন টিম বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।এশিয়া কাপকে সামনে রেখে রোববার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করছে টাইগাররা। লাল সবুজ এই দুই দলে ভাগ হয়ে খেলেছে প্রস্তুতি ম্যাচও। 

লাল দলের অধিনায়কত্ব করছেন সাকিব আল হাসান এবং সবুজ দলের অধিনায়কত্ব করছেন আফিফ হোসেন ধ্রুব। এই ম্যাচেই মাথায় বলের আঘাত লাগে অধিনায়ক সাকিব আল হাসানের।ব্যক্তিগত ১৭ রান করেই মাঠ ছাড়েন সাকিব।তবে আঘাত মারাত্মক না হওয়ায় যাত্রায় বেঁচে যান এই অলরাউন্ডার একটু পরেই ব্যাট হাতে দেখা যায় তাকে। দুবার ব্যাটিং করে হাফ সেঞ্চুরি করেন সাকিব। 

কিছুদিন আগে মাহমুদউল্লাহ রিয়াদকে টি টোয়েন্টির নেতৃত্ব থেকে সরিয়ে এই ফরম্যাটে সাকিবকে নেতৃত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অতীতের টি টোয়েন্টি ব্যর্থতা ভুলে সাকিবের নেতৃত্বেই এশিয়া কাপে ভালো খেলবে বলে আশাবাদী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

 টি টোয়েন্টিতে সাফল্য পেতে ইতোমধ্যে কোচিং স্টাফেও পরিবর্তন এনেছে বাংলাদেশ। ডমিঙ্গোকে টি টোয়েন্টির দায়িত্ব থেকে বিরতি দিয়ে ভারতের শ্রীরামকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড।

FacebookTwitterWhatsappTelegramPinterest
Exit mobile version