টিম বাংলাদেশে মুশফিকের অভিষেক হয়েছিল উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে। যদিও অনেক দিন ধরেই টি–টোয়েন্টিতে শুধু ‘ব্যাটসম্যান‘ হিসেবেই খেলে যাচ্ছেন বাংলাদেশের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তবে এশিয়া কাপে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন এই উইকেটকিপার। আসন্ন এশিয়া কাপে তাকে কিপিং গ্লাভসে দেখতে চান অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ দলে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটিং স্তম্ভ ভাবা হয় মুশফিককে। তবে মাঝেমধ্যে তার কিপিং নিয়ে দেশের ক্রিকেটে সমালোচনার ঝড় বয়ে যায়। গতবছর টি–টোয়েন্টি ফরম্যাট থেকে উইকেটকিপিং ছেড়ে দেওয়ার ঘোষনা দেন মুশফিক।
এবার এশিয়া কাপে কিপিং করার ছিল সোহানের। কিন্ত জিম্বাবুয়ে সফরে আঙুলে চোটের কারনে এশিয়া কাপ শেষ সোহানের। আর তাই মুশফিকের হাতেই কিপিং গ্লাভস রাখতে চান টিম বাংলাদেশের অধিনায়ক সাকিব।
এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে সাকিব বলেন,”মুশফিক ভাই উইকেটকিপিং করলে আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। টি–টোয়েন্টিতে সময় অনেক কম থাকে। ফিল্ডিংয়ের অ্যাঙ্গেলগুলো খুব সহজেই উনি পরিবর্তন করতে পারেন। আমার কাছে শোনারও দরকার হয় না। তো আমার লাইফটা অনেক ইজি হয়ে যায়।আমি অন্য একটা বিষয় নিয়ে তখন চিন্তা করতে পারব। সারাক্ষণ ফিল্ডং নিয়ে চিন্তা করতে হবে না।
সাকিব আরো বলেন ” মাঠের ১১টা খেলোয়াড়কে সবসময় আমার পক্ষে দেখ সম্ভব নয়। একমাত্র উইকেটরক্ষকই এটা ভালোভাবে দেখতে পারে। উনার মত একজন অভিজ্ঞ খেলোয়াড় থাকলে স্বাভাবিকভাবেই আমার জন্য জিনিসগুলো সহজ হয়ে যায়। “
খালেদ মাসুদ পাইলট অবসরে যাওয়ার পর কিপিং গ্লাভসে দীর্ঘদিন উইকেটের পেছনে সামলেছেন মুশফিক। ওয়ানডেতে তিনি এখনো কিপিং করেন। দেখা যাক এশিয়া কাপে কিপিং করার সুযোগটা তিনি কতোটা কাজে লাগাতে পারেন।