BJ Sports – Cricket Prediction, Live Score

সব ম্যাচ জিতে ফাইনালে যেতে চায় দিল্লী

Delhi Capitals are a professional franchise cricket team based in Delhi that plays in the Indian Premier League.

Delhi Capitals are a professional franchise cricket team based in Delhi that plays in the Indian Premier League.

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সময় যত গড়াচ্ছে, পয়েন্ট টেবিলের লড়াইটাও বেশ জমে উঠেছে। প্রায় প্রতি ম্যাচেই পয়েন্ট টেবিলে ওলট-পালট হচ্ছে। এমন প্রতিযোগিতা টুর্নামেন্টের জন্য ভালো বলে মনে করেন ডেভিড ওয়ার্নার। ৯ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে টেবিলে দিল্লীর অবস্থান এখন ৭ নম্বরে।

প্লে অফে যেতে হলে দিল্লীকে বাকি সব ম্যাচই জিততে হবে বলে জানিয়েছেন ওয়ার্নার। এজন্য দলগত পারফরম্যান্স তো লাগবেই, সেই সাথে ম্যাচ বাই ম্যাচ খেলে এগিয়ে যেতে হবে ওয়ার্নারদের। নিজেদের উপর সেই বিশ্বাসটাও আছে বলে জানান এই অজি তারকা। এক এক করে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ আছে বলেও মনে করেন ওয়ার্নার।

এ প্রসঙ্গে দিল্লীর বাঁহাতি ওপেনার বলেছেন, ‘আমরা যেখানে রয়েছি সেখান থেকে সামনে এগোতে হলে আমাদের অবশ্যই বাকি সব ম্যাচ জিততে হবে। তবেই আমরা ফাইনালে পৌঁছাতে পারবো। প্রতিযোগিতা বেশ কঠিন। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের পয়েন্ট আমাদের মতো। তাই অন্য কিছু ভাবার সুযোগ নেই।’

বেশ কিছু ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছিল দিল্লী। রান তাড়া করার সেই পরিকল্পনায় খুব একটা সফল হতে পারেনি তারা। তাই তো, এমন ভুল আর করতে চান না ওয়ার্নাররা। বাকি ম্যাচগুলোতে যেভাবেই হোক পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে চায় তারা। সতীর্থদের প্রতি সঠিক প্রস্তুতি নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন ওয়ার্নার।

তিনি বলেছেন, ‘ফলাফলগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন বড় রান তাড়া করতে ব্যর্থ হয়ে আমরা কিছু ম্যাচ হেরেছি। কাছাকাছি গিয়েও আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি। এটা হতাশার। বাকি ম্যাচগুলোয় স্বাভাবিক খেলা খেলতে হবে। অনুশীলনে সঠিক প্রস্তুতি নিতে হবে। মাঠে প্রতিপক্ষকে মোকাবিলা করার জন্য তৈরী থাকতে হবে।’

নিজেদের জয় তো চান-ই, একইসাথে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হারও কামনা করেছেন ওয়ার্নার। তিনি বলেছেন, ‘হায়দ্রাবাদকে হারাতে পারলে আমরা একটা সুবিধাজনক জায়গায় যেতে পারবো। একই সঙ্গে চাইব বেঙ্গালুরু কয়েকটা ম্যাচ হারুক। আমাদের একটু সুবিধা হবে। পয়েন্ট তালিকাটা একটু এলোমেলো দেখাচ্ছে। যদিও এটা প্রতিযোগিতার বাকি অংশকে বেশ জমজমাট রাখবে।’

Exit mobile version