ভারতীয় ক্রিকেটে সুরেশ রায়না অধ্যায় শেষ হয়ে গেল।বিদায়ের ঘন্টা বাজিয়েই দিলেন তিনি । আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের পর এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিলেন তিনি। ৬ সেপ্টেম্বর টুইট করে নিজেই জানিয়ে দেন তার অবসরের কথা।
সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়ে এদিন তিনি টুইটে লিখেন,” দেশ এবং আমার প্রদেশ ইউপি‘র হয়ে খেলা ছিল খুবই সম্মানের বিষয়। আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিচ্ছি। আমি বিসিসিআই , উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস, রাজিব শুক্লা এবং সকল ভক্তদের প্রতি তাদের সমর্থন ও আমার সক্ষমতার ওপর তাদের অকুন্ঠ আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।“
একটা সময় রায়না ছিলেন টিম ইন্ডিয়ার অন্যতম ব্যাটিং স্তম্ভ। তার অবসর নিয়ে গুঞ্জন চলছিল সেই ২০২০ সাল থেকে। মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষনার পর তিনিও অবসর নেন। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা ছিল তার।
তবে এখন সব ধরনের ক্রিকেট থেকে অবসরের পর বিদেশি টি–টোয়েন্টি লিগগুলোতে অংশ নেওয়ায় আর বাধা থাকবে না তার। কারন বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী সব ধরনের ক্রিকেট থেকে অবসর না নিলে এইসব টুর্নামেন্টে অংশ নেওয়া যায় না। সম্প্রতি বিদেশি টি–টোয়েন্টি লিগগুলোতে খেলার আগ্রহও প্রকাশ করেন রায়না। এটা তার অবসর নেওয়ার একটা কারণ হতে পারে বলে মনে করছেন অনেকে।
উল্লেখ্য প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে সেঞ্চুরি হাকান রায়না। ক্যারিয়ারে মোট ১৮ টেস্ট, ২২৬ ওয়ানডে এবং ৭৮ টি টি–টোয়েন্টি টোয়েন্টি খেলেছেন তিনি।