দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সেরা ব্যাটসম্যানের তালিকা করতে গেলে, বেশ উপরের দিকেই থাকবে হাশিম আমলার নাম। কিন্তু প্রকৃতির যে নিয়ম, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়! আমলাদেরও বিদায় নিতে হয়। বাইশ গজে আর কখনোই ব্যাট হাতে বোলারদের শাসন করতে দেখা যাবে না, এই ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যানকে। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন আমলা।
অবশ্য আরো বছর তিনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন আমলা। তবে সেই অবসরের পর ঘরোয়া ক্রিকেটে খেলে গেছেন তারকা এই ব্যাটসম্যান। সারের হয়ে খেলেছেন, ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে। যেখানে ৩৯ বছর বয়সেও নিজের দলকে শিরোপা এনে দিয়েছেন এই প্রোটিয়া। কিন্তু এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে, না খেলার কথা জানিয়ে দিয়েছেন আমলা।
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক অঙ্গন থেকে বিদায় নেওয়ার পর, এবার একেবারে ব্যাট – প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আমলা। সেই সাথে সমাপ্তি হলো – দীর্ঘ দুই দশকের লম্বা পেশাদার ক্যারিয়ারের। এসময়ে প্রোটিয়াদের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে ৩৪৯টি ম্যাচ খেলে, মোট ১৮৬৭২ রান করেছেন আমলা। যেখানে সবমিলিয়ে তার শতকের সংখ্যা ৫৫টি।
ক্যারিয়ারের সূর্যাস্তে এসেও ঝলমলে আলো ছড়িয়েছে আমলার ব্যাট। ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত, ঘরোয়া লিগে মোট পাঁচটি শতক হাঁকিয়েছেন তিনি। বিস্ময় জাগানিয়া হলেও সত্য, শেষ বেলায় এসে একটি দ্বিশতকও হাঁকিয়েছেন এই ব্যাটসম্যান। এছাড়া সবমিলিয়ে ২৬৫ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে, ১৯ হাজারের অধিক রান করেছেন তিনি। শতক হাঁকিয়েছেন মোট ৫৭টি।
এদিকে খেলা ছাড়ার পর আমলার ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে, তাও জানা গেল। একপ্রকার ধরে নেওয়া হচ্ছে কোচিং পেশাতেই মনোযোগী হবেন তিনি। সম্প্রতি এসএটি২০ লিগে, এমআই কেপটাউনের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন তিনি। ধারণা করা হচ্ছে, ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সঙ্গেও যুক্ত হতে পারেন আমলা। তবে বিষয়টি এখনই আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।