BJ Sports – Cricket Prediction, Live Score

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিক হতে চলেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি এবং ম্যানচেস্টার ইউনাইটেড

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শুরু হতে যাওয়া এমিরেটস টি-টোয়েন্টি লিগে দল কিনেছেন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও ত্রিনবাগো নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। জানা গেছে, ছয় দলের এই টুর্নামেন্টে এরই মধ্যে পাঁচটি দল নিশ্চিত হয়ে গেছে। তবে এমিরেটস টি-টোয়েন্টি লিগে শাহরুখ খান তার দলকে কী নাম দেবেন তা এখনও জানা যায়নি।

শাহরুখ ছাড়া ওই টুর্নামেন্টে দল কিনেছে আইপিএলের আর এক ফ্র্যাঞ্চাইজি মুকেশ আম্বানির মুম্বাই ইন্ডিয়ানস (এমআই)। এছাড়াও টুর্নামেন্টে দল কিনেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজির ৫০ শতাংশ অংশীদার কিরণ কুমার গ্রান্ধি। তবে দিল্লি ফ্র্যাঞ্চাইজির আর এক অংশীদার পার্থ জিন্দাল সেখানে দল কেনেননি।

এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে জানিয়েছে যে, দুবাই হচ্ছে শাহরুখ খানের কাছে দ্বিতীয় ঘরের মতো। সেখানে তিনি একটা ব্র্যান্ড। তাই সেখানে টুর্নামেন্টে তিনি দল কিনবেন, এ বিষয়ে আগে থেকেই নিশ্চিত ছিল বোর্ড।

তবে ইসিবি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ানসের পাশাপাশি মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই ফ্র্যাঞ্চাইজির কাছেও আবেদন করেছিল। কিন্তু চেন্নাই প্রথমে রাজি হলেও পরে পিছিয়ে আসে।

এছাড়া অর্থলগ্নি সংস্থা ক্যাপ্রি গ্লোবাল ও বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি সিডনি সিক্সার্সও এই টুর্নামেন্টে দল কিনেছে। ষষ্ঠ দলটি কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আইপিএলেও দল কিনতে আগ্রহ দেখিয়েছিল এই ক্লাবটি। কিন্তু নিলামে পিছিয়ে থাকার কারণে আইপিএলে বিক্রিত নতুন দু্টি ফ্রাঞ্চাইজি তারা ক্রয় করতে পারেনি।

এই টুর্নামেন্টটি ২০২২ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইপিএলের সাবেক চিফ অপারেটিং অফিসার সুন্দর রমন এমিরেটস ক্রিকেট সংস্থা, আমিরাতের সংস্কৃতি, যুব এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রধান শেখ আল নাহইয়ানের সঙ্গে চুক্তি করে এই লিগ চালু করছেন। যেখানে টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্বে রয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

 

এমিরেটস টি-টোয়েন্টি লিগের আরো উত্তেজনাপূর্ণ আপডেটের জন্য, Baji –র সাথেই থাকুন!

Exit mobile version