Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ২৭ সেপ্টেম্বর: সংযুক্ত আরব আমিরাত বনাম বাংলাদেশ (২য় টি২০)

সংযুক্ত আরব আমিরাত বনাম বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাত বনাম বাংলাদেশ (২য় টি২০) – হাইলাইটস

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছে সফরকারী বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৭ রানে হারানোর পর মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে টাইগাররা ৩২ রানের জয় পেয়েছে। সেই সাথে দুর্দান্ত পারফর্ম করে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ।

৫ উইকেটে বাংলাদেশের ১৬৯ রানের জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৩৭ রান করতে সক্ষম হয়েছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের হয়ে মোসাদ্দেক হোসেন নিয়েছেন সর্বোচ্চ ২টি উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও এবাদত হোসেন।

১৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। চিরাগ সুরিকে নাসুম, মোহাম্মদ ওয়াসিমকে তাসকিন, আরিয়ান লাকরা ও ভৃত্য অরবিন্দকে মোসাদ্দেক আউট করেন। এদের মধ্যে সর্বোচ্চ ১৮ রান করেন ওয়াসিম। অন্য তিনজনই প্যাভিলিয়নে ফেরেন সিঙ্গেল ডিজিটে।

এরপর দুর্দান্ত এক প্রতিরোধ গড়ে তুলেন চুন্দাঙ্গাপয়িল রিজওয়ান ও বসিল হামিদ। পঞ্চম উইকেটে তারা ৯০ রানের জুটি গড়ে তোলেন। সেই জুটি ভাঙে এবাদত হোসেনের কল্যাণে। ৪২ রানে হামিদকে সাজঘরে ফেরান এবাদত। জাওয়ার ফরিদ করেন ৮ রান। শেষ পর্যন্ত ৫১ রান নিয়ে অপরাজিত থাকেন দলপতি রিজওয়ান।

এর আগে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে বাংলাদেশকে ২৭ রান এনে দেন মেহেদী ও সাব্বির রহমান। টানা তৃতীয় বারের মতো দলের হয়ে ওপেনিংয়ের সুযোগ পেয়েও ব্যর্থ হন সাব্বির। ৯ বল মোকাবিলায় সমান এক চার ও ছক্কার মারে ১২ রান করে আরিয়ান লাকরার বলে এলবিডব্লিউয়ের শিকার হন তিনি।

দ্বিতীয় উইকেট জুটিতে লিটন দাস ও মেহেদী ৪১ রানের জুটি গড়েন। দারুণ ব্যাট করতে থাকা লিটন স্টাম্প ছেড়ে আয়ান খানকে মারতে গিয়ে পয়েন্টে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ৪ চারের সাহায্যে ২০ বলে তিনি ২৫ রান করেন।

একপ্রান্ত আগলে রাখা মেহেদীকে এদিন বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি আগের ম্যাচের সেরা খেলোয়াড় আফিফ হোসেন। আফিফ এদিন ২ চার ও এক ছক্কায়, ১০ বলে ১৮ রান করে আউট হন। চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছিলেন মোসাদ্দেক ও মেহেদী। কিন্তু দুর্ভাগ্যের শিকার হয়ে এদিন মিরাজকে ফিরতে হয় ফিফটি থেকে ৪ রান দূরে থাকতে।

ইনিংসের ১৫তম ওভারে সাবির আলীর করা পঞ্চম বলটি লাইনের বাইরে থাকলেও এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেন আম্পায়ার। ৫ চারের মারে ৩৭ বলে ৪৬ রান করেন মেহেদী। টি-টোয়েন্টিতে এটিই তার ক্যারিয়ার সেরা ইনিংস।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপ ২০২২ এ ৩৮ রান করেছিল এ সংস্করণে মেহেদী সর্বোচ্চ রানের ইনিংস। মোসাদ্দেক এদিন নিজেকে ফিনিশারের ভূমিকায় মেলে ধরতে পারেননি। ১৭তম ওভারে ২২ বলে ২৭ রান করে তিনি প্যাভিলিয়নে ফেরেন। তার ইনিংস ছিল ২ চারের সঙ্গে একটি ছয়ের মার।

মোসাদ্দেক যখন আউট হন তখন বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান। শেষ তিন ওভারে দলকে ৩২ রানের বেশি এনে দিতে পারেননি অধিনায়ক নুরুল হাসান ও ইয়াসির আলী। নুরুল ১০ বলে ১৯ ও ইয়াসির ১৩ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন। দুজনেই সমান একটি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন।


সংযুক্ত আরব আমিরাত বনাম বাংলাদেশ এর স্কোরবোর্ড

বাংলাদেশ – ১৬৯/৫ (২০.০)

সংযুক্ত আরব আমিরাত – ১৩৭/৫ (২০.০)

ফলাফল – বাংলাদেশ ৩২ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – মেহেদী হাসান মিরাজ


সংযুক্ত আরব আমিরাত বনাম বাংলাদেশ


সংযুক্ত আরব আমিরাত বনাম বাংলাদেশ ম্যাচের একাদশ

সংযুক্ত আরব আমিরাত চুন্দাঙ্গাপয়িল রিজওয়ান (অধিনায়ক), ভৃত্য অরবিন্দ (উইকেট রক্ষক), মোহাম্মদ ওয়াসিম, আরিয়ান লাকরা, বসিল হামিদ, চিরাগ সুরি, আয়ান আফজাল খান, কার্তিক মিয়াপ্পন, জাওয়ার ফরিদ, সাবির আলি, এবং জহুর খান।
বাংলাদেশ নুরুল হাসান (অধিনায়ক ও উইকেট রক্ষক), মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাব্বির রহমান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন, এবং তাসকিন আহমেদ।

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...