BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৬ অক্টোবর: আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২২ – ম্যাচ ২ (সংযুক্ত আরব আমিরাত বনাম নেদারল্যান্ডস)

ক্রিকেট হাইলাইটস, ১৬ অক্টোবর: আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২২ – ম্যাচ ২ (সংযুক্ত আরব আমিরাত বনাম নেদারল্যান্ডস)

সংযুক্ত আরব আমিরাত বনাম নেদারল্যান্ডস (ম্যাচ ২) – হাইলাইটস

সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ২য় ম্যাচে মুখোমুখি হয়েছিল সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডস। লো স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে কোনোরকম একটি লক্ষ্য দাড় করায় সংযুক্ত আরব আমিরাত। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে প্রায় শেষ পর্যন্ত খেলতে হয় নেদারল্যান্ডসকে। মাত্র ১ বল বাকি থাকতে ম্যাচ জিতে তারা। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় সংযুক্ত আরব আমিরাতকে। সেই সাথে নেদারল্যান্ডস এর হয়ে দুর্দান্ত বোলিং করে ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব জিতে নেন বাস ডি লিড।

শুরুর দিকে উইকেট ধরে রেখেই স্কোরটা বড় করতে পারলো না আরব আমিরাত। বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসকে ১১২ রানের লক্ষ্য দিয়েছে আরব আমিরাত।

কার্দিনিয়া পার্কে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরব আমিরাত অধিনায়ক সিপি রিজওয়ান। প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে। সে কারণেই হয়তো আরব আমিরাত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

ওপেনার মোহাম্মদ ওয়াসিম সর্বোচ্চ ৪১ রান করেন ৪৭ বল খেলে। ১টি বাউন্ডারি এবং ২টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।

দুই ওপেনারই শুরুটা করেছিলেন খুব মন্থর গতিতে। ২০ বল খেলে ১২ রান করে আউট হন অন্য ওপেনার চিরাগ সুরি সাথে মেরেছিলেন ১টি চার। ১ ছয়ের সাহায্যে কাশিফ দাউদ করেন ১৪ বলে ১৫ রান। বৃত্তি অরবিন্দ ২১ বলে করেন ১৮ রান। বাকি ব্যাটারদের আর কেউ দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেননি।

জাওয়ার ফরিদ করেছিলেন ৪ বলে ২ রান, বাসিল হামিদ করেছিলেন ৪ বলে ৪ রান। অধিনায়ক রিজওয়ান করেছিলেন ২ বলে ১ রান। আফজাল খান করেছিলেন ৭ বলে ৫ রান। শেষে ১৩ রান এক্সট্রা সহ ৮ উইকেট হারিয়ে ১১১ রান করতে সক্ষম হন সংযুক্ত আরব আমিরাত।   

নেদারল্যান্ডসের পক্ষে বাস ডি লিড নেন সর্বোচ্চ ৩ উইকেট। ৩ ওভারে মাত্র ১৯ রান দিয়েছিলেন তিনি। ফ্রেড ক্লাসেন নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন টিম প্রিংগেল এবং রোয়েলফ ভ্যান ডার মারওয়ে।

বোর্ডে মাত্র ১১১ রান। সংযুক্ত আরব আমিরাতের জন্য এই ম্যাচে লড়াই করা তো কঠিনই ছিল। তবে এমন ম্যাচেও জয়ের ভালো সম্ভাবনা তৈরি করেছিল মরুদেশটি, ৭৬ রানে তুলে নিয়েছিল নেদারল্যান্ডসের ৬ উইকেট। 

২ চারের সাহায্যে বিক্রমজিৎ সিং করেন ৭ বলে ১০ রান। ১৮ বলে ২৩ রান করেন ম্যাক্স ওডাউড। সাথে মেরেছিলেন ৩টি চার ও ১টি ছয়। ১ চারের সাহায্যে ১৮ বলে ১৪ রান করেন বাস ডি লিড। ১ চারের সাহায্যে ১৯ বলে ১৭ রান করেন কলিন অ্যাকারম্যান। ১৬ বলে মাত্র ৮ রান করেন টম কুপার। ২ বল খেলে গোল্ডেন ডাক মারেন রোয়েলফ ভ্যান ডার মারওয়ে। 

কিন্তু এমন খারাপ ইনিংসেও শেষ ওভার পর্যন্ত জমে ছিল লড়াই। স্নায়ু ধরে রেখে ম্যাচটি ঠিকই বের করে নিয়েছিল ডাচরা। ১ বল হাতে রেখে জিতেছে তারা জিতেছে ৩ উইকেটে।

শেষ দুই ওভারে ৪ উইকেট হাতে রেখে ১০ রান দরকার ছিল নেদারল্যান্ডসের। সহজই ছিল সমীকরণ। কিন্তু ১৯তম ওভারে নিজেদের ৭ নম্বর উইকেটটি হারিয়ে মাত্র ৪ রান তুলতে পারে ডাচরা। ফলে শেষ ওভারে লাগে ৬।

জাওয়ার ফরিদ প্রথম তিন বলে তিনটি সিঙ্গেলস দেন। তারপরও মাথা গরম করেনি ডাচরা। চতুর্থ বলে স্কট এডওয়ার্ডস দুই আর পঞ্চম বলে এক রান নিয়ে নিশ্চিত করেন দলের জয়। ১৯ বলে ১৭ রানে অপরাজিত থাকেন এডওয়ার্ডস। এছাড়া ১৬ বলে ১৫ রান করেন টিম প্রিংগেল এবং চার রানে অপরাজিত থাকেন লোগান ভ্যান বেক। 

আরব আমিরাতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জুনায়েদ সিদ্দিক। ২৪ রানে তিনি নেন ৩টি উইকেট।


সংযুক্ত আরব আমিরাত বনাম নেদারল্যান্ডস এর স্কোরবোর্ড

সংযুক্ত আরব আমিরাত – ১১১/৮ (২০.০)

নেদারল্যান্ডস – ১১২/৭ (১৯.৫)

ফলাফল – নেদারল্যান্ডস ৩ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – বাস ডি লিড 



সংযুক্ত আরব আমিরাত বনাম নেদারল্যান্ডস ম্যাচের একাদশ

সংযুক্ত আরব আমিরাত চুন্দাঙ্গাপয়িল রিজওয়ান (অধিনায়ক), বৃত্তি অরবিন্দ (উইকেটরক্ষক), চিরাগ সুরি, মুহাম্মদ ওয়াসিম, জাওয়ার ফরিদ, বাসিল হামিদ, কাশিফ দাউদ, অয়ন আফজাল খান, জুনায়েদ সিদ্দিক, কার্তিক মিয়াপ্পান, জহুর খান।
নেদারল্যান্ডস স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওডাউড, টম কুপার, বাস ডি লিড, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, কলিন অ্যাকারম্যান, লোগান ভ্যান বেক, টিম প্রিংগেল, পল ভ্যান মিকেরেন, ফ্রেড ক্লাসেন।
Exit mobile version