Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ১৮ অক্টোবর: আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২২ – ম্যাচ ৬ (শ্রীলঙ্কা বনাম সংযুক্ত আরব আমিরাত)

ক্রিকেট হাইলাইটস, ১৮ অক্টোবর: আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২২ – ম্যাচ ৬ (শ্রীলঙ্কা বনাম সংযুক্ত আরব আমিরাত)

শ্রীলঙ্কা বনাম সংযুক্ত আরব আমিরাত (ম্যাচ ৬) – হাইলাইটস

মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ৬ষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত। ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে বেশ ভালই একটি লক্ষ্য দাড় করায় শ্রীলঙ্কা। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হয়ে যাওয়ার আগেই গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। সেই সাথে শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত ব্যাটিং করে ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব জিতে নেন পথুম নিসাঙ্কা।

এক ম্যাচে সব ধরনের আমেজই পেয়ে গেলো সমর্থকরা। একদিকে ব্যাটারের হাতে চার-ছক্কার মার, অন্যদিকে বোলারের হাতে হ্যাটট্রিকের ঘটনা এবং চ্যালেঞ্জিং স্কোর- সবই হলো।

জিলংয়ের কার্দিনিয়া পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার পথুম নিশাঙ্কার ঝড়ো ৭৪ রানের ওপর ভর করে আরব আমিরাতের সামনে ১৫৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। আবার হ্যাটট্রিকও করেছেন আরব আমিরাতের লেগব্রেক বোলার কার্তিক মায়াপ্পন।

টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার নিশাঙ্কা এবং কুসল মেন্ডিস মিলে ৪২ রানের জুটি গড়েন। এ সময় ১৮ রান করে আউট হয়ে যান কুশল মেন্ডিস।সাথে মেরেছিলেন ২টি চার। ওয়ান ডাউনে নামা ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে পথুম নিশাঙ্কা গড়েন ৫০ রানের জুটি।

দলীয় ৯২ রানের মাথায় ২১ বলে ৩৩ রান করে রান আউট হয়ে যান ধনঞ্জয়া ডি সিলভা। তার ৩৩ রানের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছয়। ইনিংসের ১৫তম ওভারের শেষ তিন বলে টানা তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন লেগ স্পিনার কার্তিক মায়াপ্পন। বলে রান করে প্রথমে আউট হন ভানুকা রাজাপাকসে।

এরপর আউন হন চরিথ আশালঙ্কা (০) এবং দাসুন শানাকা (০) । শেষ বলটিতো লঙ্কান অধিনায়কের বোঝারই উপায় ছিল না। ব্যাট এবং শরীর পেতে দিয়েও রক্ষা করতে পারেননি। বোল্ড হয়ে যান।

পরের ওভারেই আউট হয়ে যান ওয়ানিদু হাসারাঙ্গা। ৩ বলে করেন তিনি ২ রান। চামিকা করুনারত্নে ১১ বল খেলে করেন ৮ রান। ১ বল বাকি থাকতে আউট হন তাদের হয়ে সব থেকে বেশি রান করা পথুম নিসাঙ্কা। ৬ চার ও ২ ছয়ের সাহায্যে ৬০ বলে ৭৪ রান করেছিলেন তিনি। শেষ দিকে প্রমোদ মধুশান এবং দুশমন্থা চামেরা অপরাজিত থেকে যান ১ রান করে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

আরব আমিরাতের হয়ে ৩ উইকেট নেন মায়াপ্পন, ২ উইকেট নেন জহুর খান, ১টি করে উইকেট নেন অয়ন আফজাল খান, আরিয়ান লাকড়া। 

দাসুন শানাকার দল বোলিংয়ে নেমে রীতিমত দুমড়ে-মুচড়ে দেয় আরব আমিরাতকে। লঙ্কানদের বোলিংয়ের তোপে পড়ে ১৫৩ রান তাড়া করতে নেমে ৩ ওভার বাকি থাকতে ৭৩ রানেই গুটিয়ে গেছে আরব আমিরাত। সেই সাথে শ্রীলঙ্কা পেয়েছে ৭৯ রানের বিশাল জয়।

এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে যাওয়ার আশা বেঁচে রইলো লঙ্কানদের। তবে তার জন্য গ্রুপপর্বের শেষ ম্যাচেও নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে হবে আর চোখ রাখতে হবে রানরেটের দিকে।

জিলংয়ে রান তাড়ায় নেমে শুরু থেকেই লঙ্কান বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি আরব আমিরাত। ২১ রানে ৪ উইকেট হারানোর পরও উইকেট পতনের মিছিল থামেনি। শেষদিকে জুনায়দে সিদ্দিক ১৬ বলের ১৮ রানের ইনিংস খেলে দলকে ৭৩ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এছাড়া ২১ বলে ১৯ করেন আয়ান আফজাল খান।

লঙ্কান বোলাদের মধ্যে সবচেয়ে সফল ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন এই স্পিনার। পেসার দুশমন্থা চামেরা ১৫ রানে নেন ৩টি উইকেট। ২টি উইকেট নেন মহেশ থিকশানা।


শ্রীলঙ্কা বনাম সংযুক্ত আরব আমিরাত এর স্কোরবোর্ড

শ্রীলঙ্কা – ১৫২/৮ (২০.০)

সংযুক্ত আরব আমিরাত – ৭৩/১০ (১৭.১)

ফলাফল – শ্রীলঙ্কা ৭৯ রানে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – পথুম নিসাঙ্কা  


ক্রিকেট হাইলাইটস, ১৮ অক্টোবর: আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২২ – ম্যাচ ৬ (শ্রীলঙ্কা বনাম সংযুক্ত আরব আমিরাত)


শ্রীলঙ্কা বনাম সংযুক্ত আরব আমিরাত ম্যাচের একাদশ

শ্রীলঙ্কা দাসুন শানাকা (অধিনায়ক), কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, পথুম নিসাঙ্কা, ভানুকা রাজাপাকসে, চরিথ আসালাঙ্কা, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, প্রমোদ মদুশান, দুশমন্থা চামেরা, মহেশ থিকশানা
সংযুক্ত আরব আমিরাত চুন্দঙ্গাপয়িল রিজওয়ান (অধিনায়ক), বৃত্তি অরবিন্দ (উইকেটরক্ষক), মুহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, বাসিল হামিদ, আরিয়ান লাকরা, অয়ন আফজাল খান, কাশিফ দাউদ, জুনায়েদ সিদ্দিক, কার্তিক ময়াপ্পান, জহুর খান

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...