শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড (ম্যাচ ১৫) – হাইলাইটস
বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বর্তমান এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। আইরিশদের দেওয়া ১২৯ রানের জবাবে ৩০ বল ও ৯ উইকেট হাতে রেখে দাপুটে জয়ে তুলে নিয়েছে দাসুন শানাকার দল।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নাবিমিয়ার কাছে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়পর্বে পা রাখা দাসুন শানাকার দল সুপার টুয়েলভেও করলো উড়ন্ত সূচনা।
দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে আসা আয়ারল্যান্ডকে পাত্তাই দেয়নি লঙ্কানরা। হোবার্টে বৃষ্টি শঙ্কা থাকলেও কোনও বিঘ্ন ঘটেনি। টস জিতে শুরুতে ব্যাট করেছে আয়ারল্যান্ড। তাদের ৮ উইকেটে ১২৮ রানের সাধারণ মানের স্কোরে আটকে দিয়েছে লঙ্কান দল। জবাবে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা ১ উইকেট হারিয়ে ১৫ ওভারেই জয় নিশ্চিত করেছে।
দারুণ বোলিং নৈপুণ্যের পর ব্যাট হাতেও আধিপত্য ছিল লঙ্কান ব্যাটারদের। ১২৯ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম পাওয়ার প্লেতেই বিনা উইকেটে ৫০ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। অষ্টম ওভারে ধনঞ্জয়া ডি সিলভা আউট হয়ে গেলে রানের গতিতে ভাটা পড়ে। আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম বলে আউট হয়েছিলেন ধনঞ্জয়া। এ ম্যাচে ২ চার ১ ছয়ে, ২৫ বল খেলে খেলেন ৩১ রানের ইনিংস।
৬৩ রানের জুটি ভাঙলে পরে জয়ের পথে অবদান রাখেন চারিথ আসালাঙ্কা। ২২ বলে এই ব্যাটার অপরাজিত থাকেন ৩১ রানে। তার ইনিংসে ছিল ২টি বাউন্ডারি। রানের গতি স্লথ হলেও শ্রীলঙ্কার চাপ ছিল না লক্ষ্য বড় নয় বলে। প্রথম ছয় ওভারে ৫০ তুললেও ১০০–তে পৌঁছাতে ১৩ ওভার লেগে যায় শ্রীলঙ্কার। এর মধ্যে টি–টোয়েন্টি ক্যারিয়ারের দশম ফিফটিও তুলে নেন কুশল।
ঝড়ো গতিতে খেলা মেন্ডিসের ৪৩ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৩ ছয়ের মার। সেই সাথে প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হন তিনি। আয়ারল্যান্ডের হয়ে একমাত্র উইকেটটি তুলে নেন অল-রাউন্ডার গ্যারেথ ডিলানি। তিনি ৪ ওভার বোলিং করে ২৮ রান খরচ করেন।
এর আগে আইরিশরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছিল মাত্র ১২৮ রান। বেলেরিভ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বস্তিতে ছিল না তারা। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৪০ এবং ১০ ওভার শেষে ৬০ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তাঁরা।
ওপেনিংয়ে নেমে ভালো খেলতে থাকা পল স্টার্লিং ২৫ বলে ৩৪ রান করেই প্যাভিলিয়নে ফিরেন। এরপর দলকে ১৮ ওভার পর্যন্ত টেনে নেন হ্যারি টেক্টর। তবে রান তখন মোটে ১১৭। সেই সাথে শেষের দিকে এসে ২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে লড়াকু স্কোর গড়ার স্বপ্নও ভঙ্গ হয়ে যায় আইরিশদের।
লঙ্কানদের সব বোলাররাই উইকেট পেয়েছেন। মহীশ তিকশানা ১৯ রানে ২টি এবং ২৫ রানে সমসংখ্যক উইকেট তুলে নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাছাড়া একটি করে উইকেট নেন বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা, চামিকা করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা।
বড় এই জয়ে গ্রুপ–১ এ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেছে শ্রীলঙ্কা। রান রেট ২.৪৬৭। ৪.৪৫০ রান রেট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড। একই কারণে পিছিয়ে থাকায় ইংল্যান্ড আছে তিন নম্বরে।
শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড এর স্কোরবোর্ড
আয়ারল্যান্ড – ১২৮/৮ (২০.০)
শ্রীলঙ্কা – ১৩৩/১ (১৫.০)
ফলাফল – শ্রীলঙ্কা ৯ উইকেটে জয়ী
প্লেয়ার অফ দ্য ম্যাচ – কুশল মেন্ডিস
শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড ম্যাচের একাদশ
শ্রীলঙ্কা | দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেট রক্ষক), চারিত আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, আশেন বান্দারা, চামিকা করুনারত্নে, ভানুকা রাজাপক্ষ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, লাহিরু কুমারা, এবং বিনুরা ফার্নান্দো। |
আয়ারল্যান্ড | অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), লরকান টাকার (উইকেট রক্ষক), পল স্টার্লিং, হ্যারি টেক্টর, জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, সিমি সিং, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি এবং জশুয়া লিটল। |