শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া (দ্বিতীয় টেস্ট – ১ম দিন) – হাইলাইটস
প্রায় দেড় বছর পর সেঞ্চুরির দেখা পেলেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটাসম্যান স্টিভেন স্মিথ। এক সময়ের টেস্টের তুখোড় ব্যাটার স্টিভেন স্মিথ কিংবা বিরাট কোহলি যেন হারিয়েই যাচ্ছিলেন। শেষ পর্যন্ত তিন অংকের দেখা মিললো স্মিথের ব্যাটে। সে সঙ্গে সেঞ্চুরির দেখা পেয়েছেন অস্ট্রেলিয়ার আরো এক সেরা ব্যাটার মারনাস লাবুশেন।
এই দু’জনের জোড়া সেঞ্চুরিতে গলে শুরু হওয়া স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনই চালকের আসনে বসে গেছে অস্ট্রেলিয়া। দিন শেষে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৯৮ রান। লাবুশেন ১০৪ রান করে আউট হয়ে গেলেও ১০৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন স্টিভেন স্মিথ। এটা টেস্ট ক্যারিয়ারে তার ২৮তম সেঞ্চুরি।
প্রায় ১১০ ইনিংসের বেশি সময় ধরে সেঞ্চুরির দেখা পাচ্ছেন না বিরাট কোহলি। এখনই তাকে ভারতের ‘বোঝা’ বলে অভিহিত করা শুরু হয়েছে। অন্যদিকে কোহলি আর স্মিথের যখন ২৭ সেঞ্চুরি পূরণ হয়েছিল, তখন ইংল্যান্ডের জো রুটের সেঞ্চুরি ছিল ১৭টি।
অপরদিকে স্মিথ-কোহলি’র এই খারাপ সময়কে পাশ কাটিয়ে নিজের ২৮তম সেঞ্চুরি করে ফেলেছেন ইংল্যান্ডের জো রুট। সে চিন্তা থেকেই কি না, এবার নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করলেন স্টিভেন স্মিথ।
দীর্ঘদিন পর পাওয়া সেঞ্চুরিটা তাই তাকে বিরাট এক স্বস্তি এনে দিয়েছে। গলে অনুষ্ঠিত হওয়া প্রথম টেস্টে লঙ্কানদের ১০ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ওই ম্যাচে এক ইনিংস ব্যাট করার সুযোগ পেয়েছিলেন এবং মাত্র ৬ রানে রানআউট হয়ে যান।
টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে ডেভিড ওয়ার্নারকে (৫) হারিয়ে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়া’র। এরপর উসমান খাজা আর মারনাস লাবুশানে ৫৫ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন। ৩৭ রান করা উসমান খাজাকে বোল্ড করেন রমেশ মেন্ডিস।
এরপর ৩য় উইকেটে ১৩৪ রানের জুটি গড়ে তোলেন মারনাস লাবুশেন এবং স্টিভেন স্মিথ। দলীয় ২০৪ রানের মাথায় আউট হন লাবুশেন। তাঁকে সাজঘরে পাঠান অভিষিক্ত বোলার প্রবাথ জয়সুরিয়া। তাঁর আগে ক্যারিয়ারে ৭ম সেঞ্চুরি তুলে নেন লাবুশেন। ১২টি বাউন্ডারিতে, ১৫৬ বল খেলে ১০৪ রান করে প্যাভিলিয়নে ফিরেন তিনি।
অভিষিক্ত এই বাম হাতি অর্থোডক্স স্পিনার এরপর তুলে নেন আরও দুটি উইকেট। ট্রাভিস হেডকে আউট করেন মাত্র ১২ রানের মাথায় এবং ক্যামেরন গ্রিনকে বিদায় জানান মাত্র ৪ রানের মাথায়। তবে স্মিথ শেষ পর্যন্ত ১৩ বাউন্ডারিতে, ২১২ বলে ১০৯ রান করে উইকেটে অপরাজিত থাকেন। সেই সাথে তাঁকে সঙ্গ দিচ্ছেন উইকেট রক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি (১৬*)।
প্রবাথ জয়সুরিয়া ৩টি উইকেট শিকার করেছেন। এছাড়া ১টি করে উইকেট নেন কাসুন রাজিথা এবং রমেশ মেন্ডিস।
শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া এর স্কোরবোর্ড
অস্ট্রেলিয়া (১ম ইনিংস) – ২৯৮/৫ (৯০.০)
শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ
শ্রীলঙ্কা | দিমুথ করুনারত্নে (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেট রক্ষক), কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, কামিন্দু মেন্ডিস, রমেশ মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, মহীশ তিকশানা, কাসুন রাজিথা, এবং প্রবাথ জয়সুরিয়া। |
অস্ট্রেলিয়া | প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (উইকেট রক্ষক), ডেভিড ওয়ার্নার, মারনাস লাবুশেন, উসমান খাজা, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, ট্র্যাভিস হেড, নাথান লায়ন এবং মিচেল সোয়েপসন। |