আগামী ১১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। যেখানে দলে ডাক পেয়েছেন অ্যাশেজসেরা ট্রাভিস হেড। এছাড়া স্কোয়াডে ঢুকেছেন ময়জেজ হেনরিকস, ঝাই রিচার্ডসন ও বেন ম্যাকডারমট।
তবে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে পাকিস্তান সফরের আগ পর্যন্ত বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার সহ অন্য কিছু সাপোর্ট স্টাফও পাঁচ ম্যাচের এই সিরিজ মিস করবেন। সেক্ষেত্রে স্কোয়াডের দায়িত্ব নেবেন সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। সাইড ইনজুরির কারণে এই বারের অ্যাশেজে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলা জশ হ্যাজেলউডও দলে ফিরেছেন।
অন্যদিকে অ্যাশেজের প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়া ট্রাভিস হেড ২০১৮ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়া দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেতে মাঠে নামছেন। ২০১৬ সালে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি মোট ১৬টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন।
চলতি বিগ ব্যাশ লিগে দারুণ পারফর্মের পুরস্কারটাই যেন পেয়েছেন বেন ম্যাকডারমট। হোবার্ট হারিকেন্সের হয়ে ৫৭৭ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। এছাড়া ময়জেস হেনরিকস টি২০ বিশ্বকাপ ২০২১ এর স্কোয়াডে না থাকলেও গত বছর ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফরকারী দলের অংশ ছিলেন। তবে এইবার বিবিএল এ ভালো পারফর্ম করে শ্রীলঙ্কা সিরিজে জায়গা করে নিয়েছে সিডনি সিক্সার্সের এই অধিনায়ক।
পেসার ঝাই রিচার্ডসনও স্কোয়াডে ফিরেছেন প্রায় এক বছর পর। ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে তিনি সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। তবে নীচের পায়ে চোট পাওয়ার আগে অ্যাশেজের অ্যাডিলেডে টেস্টে তিনি এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছিলেন।
অস্ট্রেলিয়ার স্কোয়াড:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স, অ্যাশটন অ্যাগার, জশ হ্যাজলউড, ময়জেস হেনরিকস, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, ঝাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, কেন রিচার্ডসন, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, মার্কাস স্টয়নিস, এবং অ্যাডাম জাম্পা।