দুয়ারে কড়া নাড়ছে এশিয়া কাপ। ২৭ আগস্ট পর্দা উঠবে এশিয়ার এই ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াইয়ের। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে শ্রীলংকা এবং আফগানিস্তান। টি-টোয়েন্টি ফরম্যাটের এই মহাদেশীয় টুর্নামেন্টটি শুরু হওয়ার আগেই শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের হুমকি দিয়ে রাখলেন আফগানিস্তানের রশিদ খান। বোলিংয়ে নতুন অস্ত্র নিয়ে আসছেন এই লেগস্পিনার।
শ্রীলঙ্কার বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে রশিদ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি চেষ্টা করি নতুন ধরনের ডেলিভারি করার। সেগুলো নেটেও অনুশীলন করছি। কোনো ম্যাচে এখনো সেই ভেলিভারিগুলো করিনি। আশা করি, এশিয়া কাপে সফল হবো। শ্রীলঙ্কাকে যেন এক প্রকার হুমকিই দিলেন আফগান তারকা।
এশিয়া কাপে আফগানিস্তানের সফলতা অনেকটাই নির্ভর করবে রশিদের ওপর। অতীতে বহু ম্যাচ আফগানিস্তান জিতেছে তার স্পিন ভেলকিতে। সঠিক জায়গায় বল করাকেই তার সাফল্যের রহস্য মনে করেন রশিদ। তিনি আরো বলেন , ” বল করার সময় আমি খুব বেশি ভাবি না। পুরো বিষয়টি সহজ রাখতে চাই। কাল কি হবে সেটা না ভেবে আজকের উপর মনোযোগ দিতে চাই। সবসময় সঠিক জায়গায় বল করার চেষ্টা করি। সেই দক্ষতাও আমার আছে। আর সেটা হলেই আমার জন্য অনেক কিছু সহজ হয়ে যায়।’
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলোর পরিচিত মুখ রশিদ। নিয়মিত আইপিএল ও খেলেন তিনি। অনেকে তাকে ছোট দেশের বড় তারকাও বলেন। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ইতোমধ্যেই ৪৬৯ উইকেট নিয়েছেন তিনি। এশিয়া কাপেই বোঝা যাবে রশিদের বোলিং ভান্ডারে থাকা নতুন অস্ত্র কতোটা কাজে দেবে। বাংলাদেশের জন্যও হুমকি হতে পারে রশিদের স্পিন। ৩০ আগস্ট বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে।