এশিয়া কাপে রাত ৮ টায় আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ – শ্রীলঙ্কা। তবে ম্যাচের আগেই বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সংবাদ সম্মেলনে এই ম্যাচকে ঘিরে উত্তাপ ছড়িয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। শ্রীলঙ্কান অধিনায়কের বক্তব্য উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশ শিবিরেও। এবার তার কথার জবাব দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ তাই তুঙ্গে।
এশিয়া কাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটে জিতে যায় আফগানিস্তান। আফগানিস্তানের কাছে হেরে যাওয়ার পর লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা সংবাদ সম্মেলনে বলেন,” আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ, বাংলাদেশের সাথে জিতেই পরের রাউন্ডে যেতে চাই।”
শানাকার ঐ মন্তব্য ঘিরে ক্রিকেট পাড়ায় এরপর চলে আলোচনা সমালোচনা। তবে ম্যাচের পূর্বে সংবাদ সম্মেলনে শানাকাকে জবাব ও দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ভালো বা খারাপের তুলনায় যাননি মিরাজ।
শারজায় সংবাদ সম্মেলনে মিরাজ বলেন,” ভালো–খারাপ মাঠেই প্রমাণিত হবে। অনেক সময় একটা ভালো দলও খারাপ খেললে হেরে যায়, আবার একটা খারাপ দলও ভালো করলে জিতে যায়। যারা ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে। সুতরাং মাঠেই প্রমাণিত হবে কারা ভালো আর কারা খারাপ। এই দল ভাল ওই দল খারাপ – আমি এমন মন্তব্য করতে চাই না।”
ইতোমধ্যে সুপার ফোরে চলে গিয়েছে ভারত, আফগানিস্তান। আজকের ম্যাচে যারাই জিতবে তারাই চলে যাবে সুপার ফোরে। এখন দেখার বিষয় ২২ গজের এই ক্রিকেট লড়াইয়ে কোন দল সুপার ফোরে যায় আর কোন দল টুর্নামেন্ট থেকেই ছিটকে যায়।