BJ Sports – Cricket Prediction, Live Score

শ্রীলংকা শিবিরে ধাক্কা, ইনজুরিতে  ছিটকে গেলেন চামিরা

চামিরা

এশিয়া কাপ শুরর আগে বড় ধাক্কা শ্রীলঙ্কার শিবিরে। 

বেশ কিছুদিন ধরেই গোড়ালির চোটে ভুগছেন শ্রীলংকার তারকা পেসার দুশমন্থ চামিরা। তারপরও আশা ছাড়েনি শ্রীলংকা ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। এশিয়া কাপের দলে রাখা হয় তাকে। কিন্তু তাতে আর লাভ হলো কই? দল ঘোষণার দুই দিন না যেতেই ডানহাতি এই পেসারকে বাদ দিতে হলো স্কোয়াড থেকে।

শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্টের এক সদস্য ক্রিকইনফোকে জানান ” তিন – চারদিন আগে চোটে পড়েন চামিরা। এশিয়া কাপ খেলার জন্য সেরে উঠতে পারবেননা তিনি।  চামিরার ইনজুরি ছিল গোড়ালিতে এখন সেটা পৌছে গেছে কাফে “। 

তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন নুয়ান তুষারা। তবে চামিরার ছিটকে যাওয়ায়, বেশ বড় ধাক্কা লেগেছে লংকান পেস ডিপার্টমেন্টে। ইতোমধ্যেই ছিটকে গেছেন কাসুন রাজিথা এবং বিনুরা ফার্নান্দো। ফলে অনভিজ্ঞ এক পেস আক্রমণ নিয়ে এশিয়া কাপের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামতে হবে লংকানদের।

স্কোয়াডে থাকা পেসারদের মধ্যে অভিজ্ঞ বলতে এখন কেবল আসিথা ফার্নান্দো। দলে থাকা পেসার তুষারার অভিজ্ঞতা মাত্র ৪টি টি-টোয়েন্টি খেলার। প্রমোদ মধুশঙ্কা খেলেছেন মাত্র একটি ওয়ানডে ম্যাচ। এছাড়া দিলশান মধুশঙ্কা এবং মাথিশা পাথিরানার এখনো আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকও হয়নি।

আগামী ২৭ আগস্ট আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।  বি গ্রুপে তাদের অন্যতম প্রতিপক্ষ বাংলাদেশ।

Exit mobile version