পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ইতোমধ্যেই শ্রীলংকা পৌঁছে গেছে অস্ট্রেলিয়া দল। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন মাথিসা পাথিরানা। অনেকটা চমকে দিয়েই এই তরুণকে দলে ডেকেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সবকিছু ঠিক থাকলে আসন্ন সিরিজেই আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হতে পারে ‘নতুন মালিঙ্গা’ হিসেবে পরিচিত এই পেসারের।
শ্রীলংকার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। ইয়র্কার মাস্টার হিসেবেও বেশ সমাদৃত তিনি। মূলত তার মতো বোলিং এ্যাকশনের কারণেই নতুন মালিঙ্গা বলে ডাকা হয় পাথিরানাকে। আর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে, আসল মালিঙ্গার সান্নিধ্য পেতে চলেছেন ১৯ বছর বয়সী এই তরুণ। মালিঙ্গার কাছে শেখার সুযোগটাও পেয়ে যাচ্ছেন পাথিরানা।
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে সীমিত ওভারের ক্রিকেটে শ্রীলংকার বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মালিঙ্গা। আগামী ৭ জুন থেকে শুরু হতে যাওয়া সিরিজে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের বোলারদের নানান কলাকৌশল শেখাবেন সাবেক এই তারকা। এটাই হতে হতে পারে পাথিরানার জন্য সুবর্ণ সুযোগ।
শ্রীলংকান ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়া দলের আসন্ন সফরে শ্রীলংকার বোলারদের সাহায্য করবেন লাসিথ মালিঙ্গা। যেখানে ট্যাকনিক্যাল খুঁটিনাটি এবং টেকনিক্যাল অভিজ্ঞতা বোলারদের সঙ্গে শেয়ার করবেন। এছাড়া মাঠে কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নেও সাহায্য করবেন।’