শ্রীলংকার অস্থির পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। জ্বালানির সংকটের কারণে ঠিকমত অনুশীলনেও যেতে পারছেন না দেশটির ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতেতে এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এমনকি লংকা প্রিমিয়ার লিগও (এলপিএল) স্থগিত করেছে এসএলসি।
তবে অন্য কোনো দেশে এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় লংকানরা। শ্রীলংকায় এশিয়া কাপ আয়োজনে নিজেদের অপারগতা প্রকাশ করে ২০ জুলাই আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে এসএলসি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেও (এসিসি) এ বিষয়টি জানিয়েছে তারা।
তথ্যটি নিশ্চিত করেছে এসিসির একটি সূত্র। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে এসিসি জানিয়েছে, ‘বর্তমানে রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির কারণে বিশেষ করে বৈদেশিক মুদ্রা নিয়ে উদ্বেগ চলাকালীন ছয় দেশের অংশগ্রহণে এশিয়া কাপের মতো বড় আসর আয়োজন করা শ্রীলংকার পক্ষে অসম্ভব।’
নতুন ভেন্যু নির্ধারণের বিষয়ে এসএলসি জানিয়েছে, ‘বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত চূড়ান্ত নয়। ভারত কিংবা অন্য কোনো দেশেও হতে পারে এই টুর্নামেন্ট। কারণ, এসিসি এবং এসএলসিকে টুর্নামেন্ট আয়োজনের চূড়ান্ত অনুমোদনের জন্য প্রথমে কথা বলতে হবে এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে।’
২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ২০২২ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সংস্করণে। টুর্নামেন্ট শেষ হবে ১১ সেপ্টেম্বর। ২০ থেকে ২৬ আগস্ট পর্যন্ত বাছাইপর্ব খেলবে হংকং, সিঙ্গাপুর, কুয়েত ও আমিরাত। সেখান থেকে মূলপর্বে যাবে একটি দল। এছাড়া মূলপর্বে সরাসরি খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলংকা।