BJ Sports – Cricket Prediction, Live Score

শ্রীলংকার বিশ্বকাপ দলে ফিরলেন চামিরা, নেই চান্দিমাল

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরমধ্যে দল গোছানোর কাজ প্রায় শেষ অংশগ্রহণকারী প্রত্যেকটি দেশের। প্রায় শেষদিকে এসেই অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ আসরের জন্য, দাসুন শানাকাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

বিশ্বকাপের দল নির্বাচনে লংকান নির্বাচকরা সবচেয়ে বড় চমক দেখালেন, সদ্য শেষ এশিয়া কাপ জেতা গোটা সাতেক ক্রিকেটারকে বাদ দিয়ে। সুযোগ পাননি অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমালও। তবে চান্দিমাল, নুয়ানিন্দু ফার্নান্দো, আসেন বান্দারা, প্রবীণ জয়াবিক্রমা এবং বিনোরা ফার্নান্দোকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়।

এদিকে লংকান শিবিরে স্বস্তির খবর, বিশ্বকাপ দলে ফিরেছেন দুই তারকা পেসার দুশমন্থ চামিরা এবং লাহিরু কুমারা। তবে এতো সহজেই চামিরা-কুমারাকে পাচ্ছে না শ্রীলংকা। অস্ট্রেলিয়ায় এ দুজনের খেলাটা নির্ভর করছে ফিটনেসের ওপর। সেই পরীক্ষা উতরে যেতে পারলেই মিলবে, অস্ট্রেলিয়ার বিমানে ওঠার টিকেট।


টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর জন্য শ্রীলংকা দল:

দাসুন শানাকা (অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, জেফরি ভান্ডারসে, দিলশান মাদুশাঙ্কা, প্রমোদ মাদুশান, চামিকা করুনারত্নে, লাহিরু কুমারা এবং দুশমন্থ চামিরা।


বিশ্বকাপে শ্রীলংকার স্ট্যান্ডবাই ক্রিকেটার:

দিনেশ চান্দিমাল, নুয়ানিন্দু ফার্নান্দো, আসেন বান্দারা, প্রবীণ জয়াবিক্রমা এবং বিনোরা ফার্নান্দো।

Exit mobile version