১৫ মে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলংকার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ। যদিও সাদা পোশাকে মাঠে নামার আগে তাদের প্রস্তুতিটা ভালো হয়নি। বৃষ্টির কারণে পন্ড হয়ে গেছে বিসিবি একাদশের বিরুদ্ধে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি। এরপরও নিজেদের প্রস্তুতিতে ঘাটতি দেখছেন না লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে।
চট্টগ্রাম টেস্ট শুরুর আগে নিজেদের প্রস্তুতির বিষয়ে কথা বলেছেন লংকান অধিনায়ক। বাংলাদেশে আসার আগেও কয়েক সপ্তাহ শ্রীলংকার মাটিতে ক্যাম্প করেছেন বলে জানিয়েছেন তিনি। আর তাই টেস্ট সিরিজে ভালো ফল পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী করুনারত্নে।
এ প্রসঙ্গে করুনারত্নে বলেছেন, ‘আমরা শ্রীলংকাতে কয়েক সপ্তাহ প্রস্তুতি নিয়েছি। শ্রীলংকার কন্ডিশনের সঙ্গে এখানকার কন্ডিশনের পার্থক্য নেই। আমার মনে হয় না প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়াতে কোন তফাৎ তৈরি হবে। আমরা যথেষ্ট অনুশীলন করেছি। এখানেও আজ ভাল অনুশীলন সেশন গেল। আমার মনে হয় ছেলেরা টেস্ট খেলার জন্য তৈরি।‘
স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে পা রাখে শ্রীলংকা দল। শুক্রবার ম্যাচ ভেন্যু বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন সেরেছে তারা। তবে বৃষ্টির কারণে সেখানে অনেক্ষণ ড্রেসিং রুমে অলস সময় কাটাতে হয় লংকানদের।
এদিকে লংকানরা যখন বাংলাদেশ সিরিজ খেলতে ব্যস্ত, ঠিক তখন দেশটিতে চলছে উত্তাল পরিস্থিতি। চরম অর্থসংকটের কারণে দেশটিতে চলছে তুমুল আন্দোলন। জারি করা হয়েছে জরুরী অবস্থা। জনগণের আন্দোলনের মুখে ইতোমধ্যেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
এমন সংকটাপন্ন মুহূর্তে দেশবাসীর জন্য আনন্দের একটি উপলক্ষ্য এনে দিতে চান লংকানরা। দলের অধিনায়ক বলেছেন, ‘দেশে যা হচ্ছে সবাই জানেন। কিন্তু এখানে আমরা ক্রিকেট খেলতে এসেছি। আমাদের পুরো মনোযোগ খেলাতে আছে। আমরা এই সময়ে ভালো ফল দেশবাসীকে দিতে চাই। এটা নিয়েই ভাবছি।‘