ক্রীড়াজগতের জনপ্রিয় দম্পতি শোয়েব – সানিয়ার বিচ্ছেদের গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরেই। জনপ্রিয় এই দম্পতির বিচ্ছেদের গুঞ্জনে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিবেশ ছিল উত্তাল। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একসঙ্গে দেখা না যাওয়ায়, বিচ্ছেদের এই গুঞ্জন বেড়ে গিয়েছিলো আরও কয়েক গুন। তাদের বিচ্ছেদের কারণ হিসেবে বার বার উঠে এসেছে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা ওমর। আর সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন আয়েশা ওমর।
পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার শোয়েব মালিকের জীবনে দ্বিতীয় কোনো নারীর প্রবেশের কারণে ফাটল ধরেছে শোয়েব – সানিয়ার দাম্পত্য জীবনে। আর সেই দ্বিতীয় নারী আয়েশা ওমর। ভারত – পাকিস্তানের কিছু গণমাধ্যম এমনটাই দাবি করেছিল। আয়েশা পাকিস্তানের একজন জনপ্রিয় অভিনেত্রী। পাকিস্তানের খ্যাত নামা বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। তবে এ বিষয়ে এতদিন চুপ ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি পাকিস্তানের এক শোতে এসে এ বিষয়ে মুখ খুলেছেন আয়েশা।
শোয়েব আখতার আয়োজিত ওই শোতে আয়েশা ওমরকে, ক্রিকেটার শোয়েব এবং সানিয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হয়। আর সেখানে তাকে এসব কিছুর জন্য ভারতীয় গণমাধ্যমকে দায়ী করতে দেখা যায়। তার কথা অনুযায়ী ভারত এই ‘ গুজব ‘ রটিয়েছে। যদিও ভারতের নাম বলেননি তিনি। কিন্তু ভারতকে ইঙ্গিত করেই তিনি মন্তব্য করেছেন বলে দাবি ভারতীয় গণমাধ্যমের।
আয়েশা ওমর বলেন , ” শোয়েব মালিক বিবাহিত পুরুষ। আর আমি কখনোই কোনো বিবাহিত পুরুষের প্রতি আকৃষ্ট হই না। যারা আমকে চেনে তারা সবাই এটা জানে। এটা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। তবে এই গুজব প্রথমে রটানো হয় সীমান্তের ওপারের কিছু গণমাধ্যমে। এরপর এই দেশের গণমাধ্যমও তা তুলে ধরে। ”
আয়েশা ওমরের সঙ্গে শোয়েব মালিকের প্রেমের গুঞ্জন সামনে আসে মূলত একটি ঘটনাকে কেন্দ্র করে। ২০২১ সালে একটি বোল্ড ফটোশুটে একসঙ্গে দেখা গিয়েছিল শোয়েব এবং আয়েশা ওমরকে। একটি ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছিলেন তারা। আর এই শুটে তাদের অনেক ঘনিষ্ঠ অবস্থায়ও দেখা যায়। আর এরপর থেকে তাদের প্রেমের সম্পর্কের শুরু হয় বলে দাবি করা হয় বিভিন্ন সংবাদ মাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও এ ব্যাপারটিকে সম্পূর্ণ অস্বীকার করেছেন এই অভিনেত্রী।