গেল অনুর্ধ্ব–১৯ বিশ্বকাপে বাংলাদেশি পারফর্মারদের মধ্যে অন্যতম ছিলেন আরিফুল ইসলাম। সেই বিশ্বকাপে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে শতরানের ইনিংসও খেলেছেন এই অলরাউন্ডার। সেই পারফরম্যান্সের সুবাদে দেশটির বয়সভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, পাকিস্তান জুনিয়র লিগে (পিজেএল) ডাক পেলেন বাংলাদেশের আরিফুল।
পিজেএলের ড্রাফটে ছিল মোট চারজন বাংলাদেশির নাম। সেখান থেকে দল পেলেন কেবল আরিফুল। ড্রাফট থেকে এই অলরাউন্ডারকে দলে টেনেছে গুজরানওয়ালা জায়ান্টস। যে দলের মেন্টর হিসেবে আছেন পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শোয়েব মালিক।
পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথম বাংলাদেশি যুবক হিসেবে খেলতে যাবেন আরিফুল। এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য যেমন সুখবর, তেমনি উঠতি এই অলরাউন্ডারের ক্যারিয়ারেও দারুণ সুযোগ। তাই তো, অলরাউন্ডার শোয়েব মালিকের অধীনে খেলার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশি যুব অলরাউন্ডার।
লিস্ট এ ক্রিকেটে খেলাঘর সমাজ কল্যান সমিতির হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে অভিষেক হয় এই তরুনের৷ এরপর যুবাদের বিশ্বকাপে সেঞ্চুরি করে সব আলো কেড়ে নেন এই তরুন। এবার পাকিস্তানের লীগেও ব্যাটে বলে পারফর্ম করতে প্রস্তুত এই ক্রিকেটার।
উল্লেখ্য, প্রথমবারের মতো বয়সভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। যেখানে গোটা বিশ্ব থেকে মোট ১৪০ জন উঠতি ক্রিকেটার অংশ নেবেন। ৬ দলের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ৬ অক্টোবর থেকে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১১ অক্টোবর। দেখা যাক বাংলাদেশের এই তরুন কতোটা আলো ছড়াতে পারেন মাঠের ২২ গজে।